X
সোমবার, ০১ জুলাই ২০২৪
১৭ আষাঢ় ১৪৩১

সাকিবের মতে, আগে ব্যাট করাই আদর্শ হতো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৪, ০২:৩৯আপডেট : ২৩ জুন ২০২৪, ০৫:১৮

ভারতের বিপক্ষে শুধু একাদশ নির্বাচনেই ভুল করেননি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। টস জিতলে ভারতের অধিনায়ক রোহিত শর্মা যেখানে ব্যাটিং নিতেন, সেখানে টস হেরেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন তিনি, কেবল বাংলাদেশের অধিনায়কের কল্যাণে। শুরুর এই দুই ভুলেই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে গেছে লাল-সবুজ জার্সিধারীরা। টসের পরই অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেওয়া এই সিদ্ধান্ত নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসানও জানালেন, টস জিতে ব্যাটিং করাটাই আদর্শ হতো।

অ্যান্টিগায় সুপার এইটের ম্যাচে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। আগে ব্যাটিং পেয়ে ১৯৬ রানের বিশাল পুঁজি গড়ে তারা। জবাবে পুরো ওভার ব্যাট করেও বাংলাদেশ ১৪৬ রানের বেশি করেনি। ৫০ রানের বিশাল হারের পর দলের খেলার ধরণের সঙ্গে অধিনায়কের নেওয়া সিদ্ধান্তও পড়েছে প্রশ্নের মুখে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অভিজ্ঞ ক্রিকেটার সাকিবের  জানালেন, ‘আপনি যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন ক্যারিবিয়ানে দুই একটা ম্যাচ ছাড়া (আগে ব্যাটিং উপযোগী)।  ইংল্যান্ড শুধু ১৮০ তাড়া করেছিল। এছাড়া শুরুতে ব্যাটিং নেওয়াই ট্রেন্ড বেশিরভাগ দলের, তারা সফলও এটা করে। পরিসংখ্যান দেখলে আগে ব্যাট করাই আদর্শ হতো। অধিনায়ক ও কোচ হয়তো অন্যভাবে চিন্তা করেছেন। আমরা হয়তো ভেবেছি তাদের নাগালের মধ্যে আটকে রাখতে পারবো।'

অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে তার কোনও ইনপুট দেওয়ার ছিলো কিনা এমন প্রশ্নে সাকিব প্রসঙ্গটি এড়িয়ে যেতে চাইলেন, ‘দলের যখন নেতা একজন থাকবে সিদ্ধান্ত তার। যদি ভালো করতে পারতাম অধিনায়কের কৃতিত্ব হতো। খারাপ করলে তাদের সিদ্ধান্তের উপর আমরা প্রশ্ন রাখি। এটা খুবই যুক্তিযুক্ত। এটা এভাবেই হয়। যদি দেখা যেতো প্রথম দুই ওভারে দুটি উইকেট নিয়ে নিছি তাহলে মনে হতো ব্যাটিং করলে ভালো হতো। নিতে পারিনি তখন মনে হচ্ছে আগে ব্যাট করলে ভালো হতো।'

টস জিতে বোলিংয়ে সিদ্ধান্ত নিলেও বাংলাদেশের বোলিং আক্রমণ ছিল নখদন্তহীন। দলের গুরুত্বপূর্ণ পেসার তাসকিনকে রাখা হয়নি একাদশে। শরিফুল ইসলাম ইনজুরি কাটিয়ে উঠলেও তাকেও ফেরানো হয়নি। ভারতের মতো শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে বাংলাদেশ দল বাড়তি একজন বোলারের বদলে উল্টো একজন ব্যাটার নিয়ে মাঠে নেমেছে। একাদশ নির্বাচনে ভুলের পর টসেও ভুল। এরপর দুই প্রান্তে দুইজন স্পিনার শেখ মেহেদী হাসান ও সাকিবকে দিয়ে বোলিং আক্রমণের সিদ্ধান্তটাও ছিল ভুল। এই সিদ্ধান্তও যে সাকিবের পছন্দ হয়নি আকারে ইঙ্গিতে তা বুঝিয়ে দেন তিনি,  'এটা আসলে আমার জন্য ব্যাখ্যা করা কঠিন (কেন স্পিনার দিয়ে শুরু)। কোচ ও অধিনায়কের সিদ্ধান্ত এটা। কে কখন বল করবে এটা তাদের সিদ্ধান্ত। আমার জন্য ব্যাখ্যা করা কঠিন। উইকেট দেখে হয়তো তাদের শুষ্ক মনে হয়েছে। তারা ভেবেছে স্পিনারদের সাহায্য থাকবে।'

/আরআই/এমএস/
সম্পর্কিত
ঘূর্ণিঝড়ে বারবাডোসেই আটকে আছে রোহিত-কোহলিরা! 
টিম অব দ্য টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতেরই আধিপত্য 
বিশ্ব চ্যাম্পিয়নদেরকে ১২৫ কোটি রুপি পুরস্কার দেবে বিসিসিআই
সর্বশেষ খবর
মঙ্গলবার বিসিবি সভা, আলোচনায় কী থাকছে?
মঙ্গলবার বিসিবি সভা, আলোচনায় কী থাকছে?
জব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
অনুসন্ধানে দুদকজব্দ ব্রাহমা জাতের গরুগুলো কীভাবে বিক্রি করলো সাদিক অ্যাগ্রো
ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা
ধর্ষণ মামলায় আগাম জামিন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা
বিদেশের কারাগারে বন্দি সাড়ে ১১ হাজার বাংলাদেশি
বিদেশের কারাগারে বন্দি সাড়ে ১১ হাজার বাংলাদেশি
সর্বাধিক পঠিত
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
নরসিংদীতে সাপের কামড়ে ১৪ জন হাসপাতালে
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
রাসেলস ভাইপার নিয়ে যা বললেন গবেষক ড. ফরিদ আহসান
সংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
প্রতিবাদলিপির বিষয়ে বললেন এসবি প্রধানসংবাদ প্রকাশের আগে যাচাইয়ের অনুরোধ করেছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
কর্মকর্তাদের দুর্নীতির খবরে ‘ধন্যবাদ’ দিলেন মন্ত্রিপরিষদ সচিব
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের
পরীক্ষার্থীদের বোরকা-হিজাব পরায় বাধা, অভিযোগ বায়তুল মোকাররম খতিবের