X
শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
২১ আষাঢ় ১৪৩১

নামিবিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষে স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৭ জুন ২০২৪, ০৫:৫০আপডেট : ০৭ জুন ২০২৪, ০৬:০২

এই ম্যাচের আগে নামিবিয়ার সঙ্গে তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল স্কটল্যান্ড। যার কোনোটাই জিততে পারেনি তারা। তবে আজ (শুক্রবার) চতুর্থবারের দেখায় নামিবিয়াকে হারালো স্কটিশরা। এদিন আগে ব্যাটিং করে নামিবিয়া ১৫৬ রানের লক্ষ্য দেয় স্কটল্যান্ডকে। জবাবে খেলতে নেমে অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের ব্যাটে ৯ বল আগে ৫ উইকেটের জয় পায় স্কটিশরা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষেও দারুণ শুরু করেছিল স্কটল্যান্ড। ১০ ওভারে বিনা উইকেটে তুলে ফেলেছিল ৯০ রান। কিন্তু বৃষ্টির মুখে ম্যাচটি পরিত্যাক্ত হলে পয়েন্ট ভাগাভাগিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে এদিন নামিবিয়ার বিপক্ষে কিছুটা চাপে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। এই জয়ে তিন পয়েন্ট নিয়ে এই মুহূর্তে ‘বি’ গ্রুপের শীর্ষ দল স্কটিশরা।

ব্রিজটাউনে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নামিবিয়া। প্রথম ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়ে দেওয়া নামিবিয়ার স্কোরবোর্ড যথেষ্ট সমৃদ্ধই ছিল। অধিনায়ক জেরার্ড এরাসমাসের হাফ সেঞ্চুরিতে ৯ উইকেট হারিয়ে নামিবিয়া তোলে ১৫৫ রান।

মাঝারি মানের লক্ষ্যে খেলতে নেমে চতুর্থ ওভারে ওপেনার জ্যাক জারভিসকে (৭) হারায় স্কটল্যান্ড। মাইকেল জোনস ও ব্র্যান্ডন ম্যাকমুলেন মিলে ২২ বলে ২৬ রানের জুটি গড়ে প্রাথমিক বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। ২০ বলে ২৬ রান করে জোনস আউট হন। সঙ্গীকে হারিয়ে কিছুক্ষণের মধ্যে বিদায় নেন ম্যাকমুলেনও (১৯)। এরপর অধিনায়ক রিচি বেরিংটন ও মাইকেল লিস্কের জুটিতে জয়ের পথটা পেয়ে যায় স্কটল্যান্ড। ৪২ বলে ৭৪ রানের জুটি করে লিস্ক যখন আউট হন, জয় থেকে তখন ৯ রান দূরে স্কটল্যান্ড। বাকি কাজটুকু অনায়াসেই শেষ করেন বেরিংটন। ১৯তম ওভারের তৃতীয় বলে লংঅন দিয়ে বিশাল ছক্কায় লক্ষ্যটা ছুঁয়ে ফেলে স্কটল্যান্ড। তবে ১৭ বলে ৩৫ রান এবং ১৬ রানে ১ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন লিস্ক। অধিনায়ক বেরিংটন ৩৫ বলে খেলেন ৪৭ রানের অপরাজিত ইনিংস।

নামিবিয়ার বোলারদের মধ্যে জেরার্ড এরাসমাস ২৯ রানে নেন দুটি উইকেট। রুবেন ট্রাম্পেলম্যান, তানজেনি লুঙ্গামেনি ও তানজেনি লুঙ্গামেনি প্রত্যেকে একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক এরাসমাসের দায়িত্বশীল ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে নামিবিয়া। ইয়ান গ্রিনও ২৭ বলে ২৮ রান করে দলের স্কোরকে দেড়শো ছাড়িয়ে যেতে ভূমিকা রাখেন। বোলিংয়ে অবদান রাখার আগে অধিনায়ক এরাসমানও চমৎকার ব্যাটিং করেছেন। ৩১ বলে ৫ চার ও ২ ছক্কায় নামিবিয়ার অধিনায়ক খেলেন ৫২ রানের ইনিংস।

স্কটিশ বোলারদের মধ্যে ব্র্যাড হোয়েল ৩৩ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন ব্র্যাড কারি। 

/আরআই/আরআইজে/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে মুম্বাইয়ের পথে রোহিত-কোহলিরা  
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ!
বারবাডোস ছাড়লো চ্যাম্পিয়ন ভারত
সর্বশেষ খবর
আইডল রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে খেলতে চান এমবাপ্পে
আইডল রোনালদোর পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে খেলতে চান এমবাপ্পে
জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৫০ হাজার মানুষ 
জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পানিবন্দি ৫০ হাজার মানুষ 
দুটি টেস্ট খেলতে আগস্টে পাকিস্তানে যাবে বাংলাদেশ
দুটি টেস্ট খেলতে আগস্টে পাকিস্তানে যাবে বাংলাদেশ
আবারও মেয়াদ বাড়লো আইজিপি আবদুল্লাহ আল মামুনের
আবারও মেয়াদ বাড়লো আইজিপি আবদুল্লাহ আল মামুনের
সর্বাধিক পঠিত
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
সপ্তাহে দেড় দিন এবং রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকানপাট
সপ্তাহে দেড় দিন এবং রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকানপাট
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়?
আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচ কখন, দেখবেন কোথায়?
‘তুফান’ ঝড়ের পরে...
‘তুফান’ ঝড়ের পরে...
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৪)