X
শনিবার, ২৯ জুন ২০২৪
১৫ আষাঢ় ১৪৩১

আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক
০৫ জুন ২০২৪, ২৩:৪০আপডেট : ০৫ জুন ২০২৪, ২৩:৪০

আয়ারল্যান্ডের ব্যাটাররা রান করতে পারলেন না তেমন। তারা অলআউট হয়ে যান ১০০ রানের আগেই। এরপর ভারতও শুরুতে হারিয়ে ফেলে বিরাট কোহলিকে। তবে শেষ অবধি রোহিত শর্মার হাফ সেঞ্চুরি ও ঋষভ পান্তের ব্যাটে সহজ জয় পায় তারা।

বুধবার (৫ জুন) নিউইয়র্কের মাঠে খেলতে নামে আয়ারল্যান্ড ও ভারত। শুরুতে ব্যাট করতে নেমে স্রেফ ৯৬ রানে অলআউট হয় আইরিশরা। ৮ ওভার হাতে রেখেই এই রান ছুঁয়ে ফেলে ভারত। এতে ৮ উইকেটের আসে ভারতের।

টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে যায়। তৃতীয় ওভারে এসে দুটি উইকেট নেন আর্শদ্বীপ সিং। তাকে স্কয়ার লেগের ওপর দিয়ে তুলে মারতে গিয়ে ব্যাটের আগায় লাগে পল স্টার্লিংয়ের। উইকেটরক্ষক ঋষভ পান্ত ক্যাচ নেন ৬ বলে ২ রান করা এই ব্যাটারের। ওই ওভারেই ১০ বলে ৫ রান করে বোল্ড হয়ে যান আরেক ওপেনার অ্যান্ডু বালবার্নি।

পাওয়ার প্লেতে আর কোনও উইকেট হারায়নি আইরিশরা। সপ্তম ওভারে হার্দিক পান্ডিয়ার বলে বোল্ড হয়ে যান লরকান টাকার। ১৩ বলে ১০ রান আসে তার ব্যাট থেকে। তার সঙ্গে ২৩ বলে ২৮ রানের জুটি ভাঙে হ্যারি টেক্টরের।

টাকারের বিদায়ের পর বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি টেক্টরও। ১৬ বলে ৪ রান করে জাসপ্রিত বুমরাহর বলে ক্যাচ দেন বিরাট কোহলির হাতে।

পরের ব্যাটারদের মধ্যে জশুয়া লিটল ও গ্যারেথ ডেলেনির জুটিতে ১০০ ছাড়ানোর আশা পায় আয়ারল্যান্ড। কিন্তু ১৮ বলে ২৭ রানের জুটি ভেঙে দেন বুমরাহ। ১৩ বলে ১৪ রান করা লিটলকে বোল্ড করেন তিনি।

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান আসে ডেলেনির ব্যাট থেকে। ২ চার ও সমান ছক্কায় ১৪ বলে ২৬ রান করেন তিনি, শেষ ব্যাটার হিসেবে রান আউট হন ডেলেনি। ভারতের পক্ষে ৪ ওভারে এক মেডেনসহ ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন পান্ডিয়া।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ধাক্কা খায় ভারত। ৫ বলে ১ রান করে মার্ক অ্যাডাইয়ারের বলে ডিপ থার্ডম্যানে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট কোহলি। তবে এরপর রোহিত শর্মার সঙ্গে ঋষভ পান্তের জুটিতে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় ভারত।

তাদের দুজনের জুটি অবশ্য ভাঙতেও পারেনি তারা। ৪৪ বলে ৫৪ রানের জুটির পর মাঠ ছেড়ে যান রোহিত। ইনিংসের শুরুর দিকে একটি বাউন্সার গিয়ে তার হাতে লেগেছিল। পরে কিছুক্ষণ ব্যাট করলেও ১১তম ওভারে গিয়ে মাঠ ছাড়েন রোহিত।

এর আগেই অবশ্য হাফ সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছিলেন ভারতীয় অধিনায়ক। ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রান করেন তিনি। তবে তাতে জিততে সমস্যা হয়নি ভারতের। সূর্যকুমার আউট হলেও পান্তের ২৬ বলে অপরাজিত ৩৬ রানে সহজ জয় পায় তারা।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে রিশাদ
ফাইনাল জিততে ক্ষুধার্ত দক্ষিণ আফ্রিকা!
ফাইনালে যে কারণে ভাগ্যকেও পাশে চান দ্রাবিড়
সর্বশেষ খবর
শ্রম খাতে যথাযথ বরাদ্দের দাবি গার্মেন্টস শ্রমিক সংহতির
শ্রম খাতে যথাযথ বরাদ্দের দাবি গার্মেন্টস শ্রমিক সংহতির
সিএনজি অটোতে ফেলে যাওয়া ৪ লাখ টাকা উদ্ধার করে দিলো পুলিশ
সিএনজি অটোতে ফেলে যাওয়া ৪ লাখ টাকা উদ্ধার করে দিলো পুলিশ
৭৪ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৯ হাজার হাজি
৭৪ ফ্লাইটে দেশে ফিরেছেন ২৯ হাজার হাজি
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে রিশাদ
ক্রিকেট অস্ট্রেলিয়ার সেরা একাদশে রিশাদ
সর্বাধিক পঠিত
ফের প্রেক্ষাগৃহে ছুটলেন শাকিব খান
ফের প্রেক্ষাগৃহে ছুটলেন শাকিব খান
কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া
কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোনের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে রাশিয়া
গ্যাস্ট্রিকের সহজ ঘরোয়া চিকিৎসা জেনে নিন
গ্যাস্ট্রিকের সহজ ঘরোয়া চিকিৎসা জেনে নিন
তীব্র হচ্ছে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা
তীব্র হচ্ছে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের আশঙ্কা
‘নিশ্বাস নিতে পারছি না’, বলেই কালেমা পড়তে থাকে শাহেদ
চট্টগ্রামে মার্কেটে আগুন‘নিশ্বাস নিতে পারছি না’, বলেই কালেমা পড়তে থাকে শাহেদ