দেখতে দেখতে চলে এসেছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে উত্তেজনা ছড়ানো ফরম্যাটের বৈশ্বিক টুর্নামেন্টটিতে এবারই প্রথম ২০টি দল অংশ নিচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে এই টুর্নামেন্টের পর্দা উঠবে বাংলাদেশ সময় অনুযায়ী ২ জুন। শেষ হবে ২৯ জুন। সেই টুর্নামেন্টে বাংলাদেশ পড়েছে গ্রুপ- ‘ডি’ তে। তাদের গ্রুপ সঙ্গী শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও নেপাল।
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ জুন। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যুক্তরাষ্ট্রের ডালাসে হবে ম্যাচটি।
বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ১০ জুন। নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ ১৩ জুন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্সে। গ্রুপের শেষ ম্যাচ ১৭ জুন নেপালের বিপক্ষে। সেটাও হবে সেন্ট ভিনসেন্টে।
এবার দেখে নেওয়া যাক বাংলাদেশের ম্যাচের পূর্ণাঙ্গ সূচি
শনি, ৮ জুন ২০২৪ | সকাল ৬টা ৩০ মিনিট | বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা | ডালাস |
সোম, ১০ জুন ২০২৪ | রাত ৮টা ৩০ মিনিট | বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা | নিউ ইয়র্ক |
বৃহস্পতি, ১৩ জুন ২০২৪ | রাত ৮টা ৩০ মিনিট | বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস | সেন্ট ভিনসেন্ট |
সোম, ১৭ জুন ২০২৪ | ভোর ৫টা ৩০ মিনিট | বাংলাদেশ বনাম নেপাল | সেন্ট ভিনসেন্ট |