X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ভাগনেকে তানজিদের সেঞ্চুরি উৎসর্গ, জয় ভাষা শহীদদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫০আপডেট : ২৭ মার্চ ২০২৪, ০২:১৩

হোম গ্রাউন্ডে গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ জয়ের নায়ক তানজিদ হাসান তামিম। ব্যাট হাতে খুলনা টাইগার্সের বোলারদের একাই শাসন করে ১১৬ রানের ইনিংস খেলেছেন। সেঞ্চুরি ছোঁয়া এই ইনিংসটি উৎসর্গ করেছেন ভাগনেকে। আর দলের জয়টি উৎসর্গ করা হয়েছে ভাষা শহীদদের।

ম্যাচ সেরার পুরস্কার নিয়ে সংবাদ সম্মেলনে এসে জুনিয়র তামিম জানিয়েছেন, ‘প্রথমত আলহামদুলিল্লাহ। অনেক ভালো একটা ম্যাচ হয়েছে আমাদের। সঙ্গে সঙ্গে আমরা প্লে-অফ নিশ্চিত করেছি, এটা সবচেয়ে ভালো বিষয়। দলের সবার সঙ্গে কথা হয়েছে। সবাই এই জয়টা ভাষা শহীদদের উৎসর্গ করেছে। তো আমরা সবাই অনেক খুশি। যারা আমাদের ভাষার জন্য প্রাণ দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই জয়টা উৎসর্গ করছি।'

বিপিএলে প্রতি ম্যাচেই ভালো শুরু পাচ্ছিলেন, কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারছিলেন না তানজিদ। মঙ্গলবার খুলনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে এসে তিন অঙ্কের ম্যাজিকাল ফিগার স্পর্শ করেছেন যুব বিশ্বকাপজয়ী দলের এই ওপেনার। ক্যারিয়ারে যে কোনও স্বীকৃত টি-টোয়েন্টি টুর্নামেন্টে এটি তার প্রথম সেঞ্চুরি। এই সেঞ্চুরি তিনি উৎসর্গ করেছেন তার ভাগনেকে, ‘আমার ছোট একটা ভাগনে আছে। সবসময় ওর সঙ্গে কথা হয়, ম্যাচের আগের দিন, মাঠে আসার আগেও। ছয় বললে ছয় দেখায়, আউট বললে আউট দেখায়। আমার সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করতে চাই।’

মঙ্গলবার সেঞ্চুরি করে বিপিএলের রান সংগ্রাহকের তালিকার শীর্ষে উঠে গেছেন তানজিদ। শীর্ষে উঠে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন তিনি এভাবে, ‘এর আগেও আমি বলেছি যে, জিনিসটা নিয়ে আমি ভাবি না। আমি চেষ্টা করি দলের জন্য আমার নিজের সেরাটার দেওয়ার। আমি শুধু আমার জোনের জন্য অপেক্ষা করছিলাম। প্রথমে আমাদের একটা-দুইটা উইকেট পড়ে গিয়েছিল। আমি আর ব্রুস চেষ্টা করেছি সেখান থেকে একটা জুটি গড়ার। আমরা দুইজন ভালোভাবে করতে পেরেছি। আমি সবসময় অপেক্ষা করেছি বাজে বলের জন্য। আমার জোনে যেটা ছিল, সেটাতে শট খেলেছি।'

বিপিএলে দুর্দান্ত খেলে নাঈম শেখ-এনামুল হক বিজয়রা জায়গা করে নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে। বিশ্বকাপের পর তানজিদ আর সুযোগ পাননি। ৩৮২ রান নিয়ে তিনি আছেন শীর্ষে। তবে সুযোগ না পাওয়াতে কোন আফসোস নেই তার, ‘কখনোই আফসোস নেই। তারা যেটা ভালো মনে করেছে, সেটাই করেছে। আমার কাজ রান করা, পারফর্ম করা। আমি সেটাই করে যাবো, বাকি সব আল্লাহর ইচ্ছা।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
বিপিএলে টিকিট বিক্রি থেকে রেকর্ড আয়, ভাগ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা
বেলস পার্কে জনসমুদ্র, নিরাপত্তার কারণে পণ্ড কনসার্ট, তামিমদের দুঃখ প্রকাশ
অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা, ট্রফি উঁচিয়ে ধরেই মঞ্চ ত্যাগ করলেন তামিম-মুশফিকরা
সর্বশেষ খবর
সোমবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা
সোমবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা
মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে: প্রধান উপদেষ্টা
মিয়ানমারে অস্থিতিশীলতা বাড়লে নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে: প্রধান উপদেষ্টা
কিডনি সুস্থ রাখবে এই ৬ খাবার
কিডনি সুস্থ রাখবে এই ৬ খাবার
যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু
যুক্তরাজ্যে বিরল চিকিৎসা কীর্তি, ২বার ভূমিষ্ঠ হলো একই শিশু
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি