শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে ইনজুরির তালিকা লম্বা হতে শুরু করেছে। অনিশ্চিত ইনজুরি কিংবা অসুস্থতার আশঙ্কা ছড়িয়ে পড়েছে দলে। ভবিষ্যৎ ম্যাচগুলোতে খেলোয়াড়ের ঘাটতি যেন না পড়ে, সেজন্য ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দুষ্মন্ত চামিরাকে ভারতে ডেকেছে টিম ম্যানেজমেন্ট।
বিশ্বকাপের আগে থেকেই শ্রীলঙ্কা দলে হানা দিয়েছে ইনজুরি। অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা আগেই বাদ পড়েছেন। আরেক স্পিনার মাহিশ ঠিকশানা বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি।
পেসার মাথিশা পাথিরানা ও অধিনায়ক দাসুন শানাকা সম্প্রতি ইনজুরির তালিকায় যুক্ত হয়েছেন। শানাকার বিশ্বকাপ তো শেষ, চামিকা করুণারত্নে তার স্থলাভিষিক্ত হয়েছেন।
আগামী শনিবার লখনউতে নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কা পরের ম্যাচ খেলবে। আগের দিন শুক্রবার ভারতে স্কোয়াডে যোগ দেবেন ম্যাথুজ ও চামিরা।
চামিরা কাঁধের ইনজুরি নিয়ে শুরুতে বাদ পড়লেও ফিটনেস অর্জন করেছেন। তার অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে শ্রীলঙ্কার নখদন্তহীন বোলিংয়ে শক্তি বাড়াবে। তিন ম্যাচ খেলে এখনও জয় পায়নি শ্রীলঙ্কা।