X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

‘বাজিতে জিতলেন’ বাংলাদেশ কোচ 

তানজীম আহমেদ
১৭ অক্টোবর ২০২৩, ২২:২৯আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ২২:২৯

মালদ্বীপের বিপক্ষে ফিরতি ম্যাচটা জিততে পারলে সেটার আত্মবিশ্বাসটা কাজে লাগবে দ্বিতীয় পর্ব তথা বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বে। বাংলাদেশ সেই অসাধ্য সাধন করতে পারায় উল্লাসটা বাঁধনহারা হওয়ার কথা। ম্যাচের পর হয়েছেও তা-ই। বাহরাইনের রেফারির শেষ বাঁশি বাজতেই মাঠে উৎসব শুরু হয়ে যায় জামাল ভূঁইয়াদের। ম্যাচ শেষ হতে বাংলাদেশের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকদের মধ্যেও সেই জোয়ার ছড়িয়ে পড়ে। বিশ্বনাথ-রাকিবরা তো মাঠের মধ্যে এক ফাঁকে গোল হয়ে দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরাকে শূন্যে তুলে আনন্দ উদযাপনকে ভিন্ন মাত্রা দিয়েছেন। 

তার ওপর বিশ্বকাপ প্রাক বাছাইয়ে বাংলাদেশের এটা ডু অর ডাই ম্যাচ। মালদ্বীপকে হারিয়ে এমন উচ্ছ্বাসই তো কাম্য ছিল। এই জয়ে ২০২৬ বিশ্বকাপের বাছাইয়ের গ্রুপ পর্বে জায়গা করে নিয়েছে জামাল ভূঁইয়ারা। তবে ম্যাচের আগে অন্যদের মতো কাবরেরা একটু হয়তো বেশি টেনশনে ছিলেন। মালেতে ফয়সাল আহমেদ ফাহিম যেভাবে একের পর এক গোলের সুযোগ নষ্ট করেছেন তাতে ঢাকায় কী হতে পারে, এই ভেবে কপালে ফেলেছেন চিন্তার ভাঁজ! তাছাড়া রাকিবের সঙ্গে আগে জুটিবেঁধে সফল শেখ মোরসালিন নিষেধাজ্ঞা কাটিয়ে জাতীয় দলের দরজায় নক করছিলেন। তাতে ছিল অলিখিত চাপও। কিন্তু কাবরেরা ঢাকার ম্যাচে রাকিব হোসেনের জুটি হিসেবে ফাহিমের ওপরই ভরসা রেখেছিলেন। মোরসালিনকে রাখলেন সামনের সময়ের অপেক্ষায়। কোচের ভরসায় ফাহিম দেখালেন আলোঝলমলে নৈপুণ্য। দলের জয়ে রাখলেন দারুণ ভূমিকা। দুই গোলের একটি এলো তার পা থেকে। অন্যটি রাকিবের প্লেসিংয়ে।

এমনটা করে মোরসালিনকে জাতীয় দলে না ডেকে কাবরেরা যেন ফাহিমকে খেলিয়ে বড় ‘বাজিই’ জিতলেন। আবাহনী থেকে শেখ জামালে এবার নাম লেখানো এই ফরোয়ার্ড ঠিক সময়ে জ্বলে ওঠাতেই পুরো দল ভাসলো জয়ের আনন্দে। 

কাবরেরাসহ পুরো দলকে যে ফাহিম একাই স্বস্তি দিয়েছেন তা কিন্তু নয়। প্রথমার্ধে রাকিব হোসেনের দুর্দান্ত গোলটি আশা দেখিয়েছে। এই জায়গায় অন্তত মালদ্বীপের কোচ আলি সুজেইন ম্যাচের আগে ঠিকই জহুরির চোখে রাকিবকে চিনতে পেরেছিলেন। ঢাকায় এসে বারবারই বাংলাদেশের দ্রুতগতির ফরোয়ার্ডের কথা বলছিলেন। তার কথা শুনে মনে হচ্ছিল রাকিবকে আটকাতে পারলেই বুঝি ম্যাচের ফল নিজেদের দিকে আসবে! রাকিব তা শুনে বাংলা ট্রিবিউনের কাছে পরবর্তীতে নিজের সাবলীল খেলাটা দেখানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কাবরেরার তুরুপের তাস হয়ে ফাহিম-রাকিবরা দারুণভাবে জ্বলে উঠে সেটাই করে দেখালেন। 

শুধু গোলদাতা দুজনই নন, অধিনায়ক জামাল ভূঁইয়াসহ অন্যরা দারুণ পারফরম্যান্স করে দেখিয়েছেন। কাবরেরার একাদশ শুরু থেকে দাপট দেখিয়ে মহামূল্যবান ম্যাচ জিতেছে। লাল কার্ডের কারণে ১০ জন নিয়ে শেষ ৩১ মিনিট খেললেও সেটা দুর্ভাবনার কারণ হতে পারেনি। 

তাই তো কাবরেরা আপাতত নির্ভার। মোরসালিনকে দলে না নিয়ে ফাহিমের ওপর ভরসা রেখে বড় বাজিটাই যে জিতলেন। আলি সুজেইন অবশ্য আক্ষেপেই পুড়ছেন। আগে থেকে ঘোষণা দিয়ে রাকিবকে আটকানো যায়নি। তার ওপর মালে ম্যাচের গোল মিস করা ফাহিমও গোল পেয়েছেন। তাতেই জিতেছে বাংলাদেশ!

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: বিদ্যুৎ উপদেষ্টা
এবার লোডশেডিং সহনীয় পর্যায়ে থাকবে: বিদ্যুৎ উপদেষ্টা
পাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
পেহেলগাম হামলাপাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
বিতর্কের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
বিতর্কের মুখে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের পদত্যাগ
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
‘নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রকৃতি-নির্ভর উন্নয়নের নেতৃত্ব দিতে হবে’
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি