ভারত-পাকিস্তানের মহারণ শুরু হয়ে গেলো। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নিয়েছে ভারত।
দুই দলই এখন পর্যন্ত বিশ্বকাপে অপরাজিত। তৃতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান।
টসের পর ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘আমরা প্রথমে বল করবো। দারুণ আবহ। নিশ্চিতভাবে আমরা অসাধারণ অভিজ্ঞতা অর্জন করতে যাচ্ছি। এটা ভালো ট্র্যাক। সম্ভবত খুব বেশি বদলাবে না।’
বাবর আজম বললেন, ‘আমরাও আগে বল করতাম। দুটি দারুণ জয় আছে, মোমেন্টাম ও আত্মবিশ্বাস উঁচুতে। স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। আমরা উপভোগ করবো।’
ইষান কিষাণের জায়গায় প্রত্যাশিতভাবে ফিরেছেন শুবমান গিল। একই দল নিয়ে খেলবে পাকিস্তান।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ।
পাকিস্তান: আব্দুল্লাহ শফিক, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ।