ইংল্যান্ডের শীর্ষ টেস্ট রান সংগ্রাহক অ্যালিস্টার কুক পেশাদার ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন। এই মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপের শেষ রাউন্ডের পর তার অবসরের গুঞ্জন ওঠে। যদিও তা প্রত্যাখ্যান করে এসেক্স। তারা বলেছিল, এই মৌসুম শেষে ভবিষ্যতের ব্যাপারে আলোচনা করবেন কুক। কিন্তু সাবেক ইংল্যান্ড অধিনায়ক তার সিদ্ধান্তের কথা নিশ্চিত করলেন।
এসেক্সের ওয়েবসাইটে কুক এক বিবৃতিতে জানান, ‘আজ আমি আমার অবসর ও পেশাদার ক্রিকেটার হিসেবে আমার ক্যারিয়ারের শেষ ঘোষণা করছি।’
২০০৩ সালে এসেক্সে অভিষেক হয় কুকের। ২০১৮ সালের গ্রীষ্মের শেষে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়ান। এই ফরম্যাটে দেশের হয়ে ১২ হাজারের বেশি রান করেন। ২০০৫-০৬ মৌসুমে ভারত সফরে প্রথমবার ইংল্যান্ডের জার্সি পরেন, খেলেছেন ১৬১ টেস্ট এবং নেতৃত্ব দেন ৫৯ ম্যাচে।