মাঠে নামলেই রেকর্ড বুক ওলট পালট করা সাকিব আল হাসানের জন্য নিয়মিত ঘটনা। সেটা যদি হয় বড় মঞ্চে তাহলে তো কথাই নেই। চার বছর আগে ইংল্যান্ড বিশ্বকাপে সাকিব কী করেছেন, সেটা সবারই জানা। গত বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও একাধিক রেকর্ড হাতছানি দিচ্ছে বাঁহাতি এই অলরাউন্ডারকে।
নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বাংলাদেশের তৃতীয় ম্যাচ। এই ম্যাচে সাকিবকে হাতছানি দিচ্ছে দুটি রেকর্ড। কিউইদের বিপক্ষে ৫ রান করতে পারলে সাকিব টপকে যাবেন শ্রীলঙ্কান গ্রেট সনাথ জয়সুরিয়াকে। সেই রান যদি হয় ২৬, তাহলে টপকে যাবেন ব্যাটিং দানব ক্রিস গেইলকেও। বিশ্বকাপে সাকিবের মোট রান ১ হাজার ১৬১।
বিশ্বকাপে সবচেয়ে বেশি রান ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের। ৪৫ ম্যাচে তার রান ২ হাজার ২৭৮। তবে খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান আরেক ভারতীয় বিরাট কোহলির। ২৮ ম্যাচে তার রান ১ হাজার ১৭০। শীর্ষ রানের তালিকাতে অবশ্য সাত নম্বরে অবস্থান কোহলির। অন্যদিকে ৯ নম্বরে অবস্থান বাংলাদেশের অধিনায়কের।
বিশ্বকাপে সাকিব বোলিংয়ে ভালো অবস্থানে আছেন। খেলা চালিয়ে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বাঁহাতি এই স্পিনার আছেন তিন নম্বরে। সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। ২০ ম্যাচে তার উইকেট সংখ্যা ৫২টি। দুই নম্বরে থাকা ট্রেন্ট বোল্টের ২১ ম্যাচে উইকেট সংখ্যা ৪০টি। এছাড়া ৩১ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন সাকিব। এদিকে সর্বকালের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান সাবেক পেসার গ্লেন ম্যাকগ্রা। ৩৯ ম্যাচে তার শিকার ৭১ উইকেট। সাকিবের জন্য ম্যাকগ্রাকে টপকানো কঠিন হলেও শুক্রবারই সম্ভব তিন উইকেট নিয়ে বোল্টকে পেছনে ফেলা!