X
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

জয়সওয়ালের কীর্তি গড়ার দিনে ভারতের লিড

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০২৩, ১০:৫৭আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১০:৫৭

ডমিনিকা টেস্টটি এখন ভারতের নিয়ন্ত্রণে। অভিষিক্ত জশস্বী জয়সওয়ালের রেকর্ড গড়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ১৬২ রানের লিড নিয়ে বড় স্কোরের পথে রয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ৩১২! জয়সওয়াল ১৪৩ রানে অপরাজিত, কোহলি অপরাজিত ৩৬ রানে।

ক্যারিবীয়দের ১৫০ রানে গুটিয়ে দেওয়ার পর ৮০ রানে প্রথম দিন শেষ করেছিল ভারত। ৮০ রানের উদ্বোধনী জুটি নিয়ে দ্বিতীয় দিনটা টেস্ট মেজাজে পার করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। উপহার দিয়েছেন ২২৯ রানের পার্টনারশিপ। তাতে নিজেদের ক্রিকেট ইতিহাসে অন্যরকম কীর্তিও গড়েছেন তারা। এবারই প্রথম ভারত কোনও উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে লিড নিতে পেরেছে।

ভারতের আধিপত্য থাকলেও এই পিচে রান করা মোটেও সহজ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৯ বোলার ব্যবহার করেছিলেন। সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল রাকিম কর্নওয়ালকে। দুর্ভাগ্য ক্যারিবিয়ান স্পিনার প্রথম সেশনে বুকের সংক্রমণ নিয়ে মাঠ ছেড়ে গেছেন। পরে আর খেলতে নামেননি। তার পর ক্যারিবিয়ানরা সেরকম পরীক্ষায় ফেলতে পারেনি ভারতীয় দুই ওপেনারকে।

দুই ওপেনারের মধ্যে প্রথম সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল। তাতে অভিষেকে তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে শতরান তুলে নেওয়ার কীর্তি গড়েছেন। সার্বিকভাবে ১৭তম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন। তার পর পরই আলিক আথানেজের বলে চার মেরে দশম টেস্ট সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা। সেঞ্চুরি তুলে অবশ্য পরবর্তী বলে ১০৩ রানে গ্লাভসবন্দি হয়েছেন জশুয়া ডা সিলভার।

এই টেস্টের আগে শুবমান গিলের চাওয়া ছিল তিন নম্বরে তিনি ব্যাট করবেন। কিন্তু প্রথমবারেই তা কাজে আসেনি। শুবমান গিল আউট হয়েছেন মাত্র ৬ রানে। তার পর ক্যারিবিয়ানরা স্পিন দিয়ে চাপ তৈরি করার চেষ্টা করলেও বাকিটা সময় নির্বিঘ্নে পার করেছেন  কোহলি-জয়সওয়াল। পুরো দিন ব্যাট করা জয়সওয়াল ৩৫০ বল খেলেছেন। তাতে রেকর্ড ভেঙেছেন এই ওপেনার। অভিষেকে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ বল খেলার নজির এটি। ক্রিজে আছেন ১৪৩ রানে। তার ইনিংসে রয়েছে ১৪টি চারের মার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ রানে একটি উইকেট নিয়েছেন আলিক আথানেজ। ৮২ রানে একটি নিয়েছেন জোমেল ওয়ারিকান।      

/এফআইআর/
সম্পর্কিত
উইজডেনের লিডিং ক্রিকেটার জসপ্রীত বুমরা
মার্চ মাসের সেরা শ্রেয়াস আইয়ার
নাইটহুড পাচ্ছেন জেমস অ্যান্ডারসন
সর্বশেষ খবর
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে বাগছাসের আমরণ অনশন
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেফতার, ৬ হাতবোমা উদ্ধার
হোটেল থেকে বিএনপির ১৮ নেতাকর্মী গ্রেফতার, ৬ হাতবোমা উদ্ধার
সর্বাধিক পঠিত
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে মহাখালী-সাতরাস্তা সড়ক অবরোধ
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: রিজওয়ানা হাসান
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
বাংলাদেশ থেকে ৭২৫ জন সৈন্য নেবে কাতার: প্রেস সচিব 
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
‘৩ মাসের জন্য এসেছিলাম, হয়ে গেছে ২৫ বছর’
শাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের
ছয় মাসে ১৪২৪ মোবাইল জব্দশাহজালালে শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা দেশি-বিদেশি যাত্রীদের