X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের টিম ডিরেক্টর আর্থার, রমিজ বললেন ‘গ্রামের সার্কাসের ভাঁড়’

স্পোর্টস ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ১৪:১৫আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৪:১৫

পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থারকে ফেরানো হয়েছে। বৃহস্পতিবার তাকে জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার নিযুক্তি দুই নৌকায় পা দেওয়ার মতো। পাকিস্তানের সঙ্গে কাজ করার পাশাপাশি ইংলিশ কাউন্টি ডার্বিশায়ারের প্রধান কোচও থাকবেন তিনি। সেখানে চার বছরের চুক্তির প্রথম বছর পার করছেন দক্ষিণ আফ্রিকান কোচ। পাকিস্তানের কোচিং স্টাফদের তিনি পরিচালিত করবেন যুক্তরাজ্য থেকে, কাউন্টি মৌসুম শেষে তাদের সঙ্গে যোগ না দেওয়া পর্যন্ত।

এছাড়া আগস্ট ও  সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচগুলোতে দলের সঙ্গে থাকবেন আর্থার। মূলত ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপ জেতার উদ্দেশ্যে তাকে আনা হয়েছে। আগামী বছর অস্ট্রেলিয়া সফর ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজেও কোচিং স্টাফদের সঙ্গে থাকবেন ৫৪ বছর বয়সী কোচ।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত পাকিস্তানের কোচ থাকাকালে বেশ সাফল্য পান আর্থার। তার অধীনে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি জেতার পাশাপাশি শীর্ষ টেস্ট র‌্যাঙ্কিংধারী দল হয় তারা। তবে ২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তান সেমিফাইনালে উঠতে ব্যর্থ হলে তার সঙ্গে চুক্তি নবায়ন করেনি পিসিবি।

আর্থারের সবশেষ এই নিয়োগে বেশ চটেছেন আগের পিসিবি প্রধান রমিজ রাজা। নাজাম শেঠীর নেতৃত্বে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন তিনি। সাবেক অধিনায়ক ক্ষোভ উগরে দেন, ‘পাকিস্তান ক্রিকেটকে দূর থেকে পরিচালনা করার জন্য এমন একজন ক্রিকেট কোচ কিংবা ডিরেক্টরকে নিয়োগ দেওয়া হলো, যার দায়বদ্ধতা সবার আগে পাকিস্তানের ক্রিকেটের চেয়ে কাউন্টির চাকরিতে। এটা অদ্ভুত, মনে হয় যেন গ্রামের সার্কাসে একজন ভাঁড়।’

নাজামের সমালোচনা করতে ছাড়লেন না রমিজ, ‘একজন পিসিবি চেয়ারম্যান যিনি ক্রিকেট বোঝেন না, সম্ভবত ক্লাব খেলার একাদশও যথেষ্ট ভালোভাবে দিতে পারেন না। পাকিস্তান ক্রিকেট পরিচালনাকারী ম্যানেজমেন্ট কমিটির রাজনৈতিক ও ক্ষুদ্র স্বার্থান্বেষী মহলের প্রধান, যার মাসিক বেতন ১২ লাখ রুপি।’

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
এনসিপি আইনজীবী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠন
এনসিপি আইনজীবী উইংয়ের প্রস্তুতি কমিটি গঠন
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক