X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

‘প্রেমিকা এখানে, পরিবারের বাকিরা চলে যাওয়ায় রান পেয়েছি’

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ১৫:৩০আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ১৫:৩০

আইপিএলের প্রথম তিন ম্যাচে মাত্র ২৯ রান করেন সোয়া ১৩ কোটি রুপি মূল্যের হ্যারি ব্রুক। চতুর্থ ম্যাচে তিনি জাত চেনালেন। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদকে জেতাতে খেললেন বিস্ফোরক ইনিংস। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় সমর্থকদের বিদ্রূপাত্মক মন্তব্যের জবাব দিলেন ব্যাট হাতে।

ইংলিশ ব্যাটারের ৫৫ বলে ১২ চার ও ৩ ছয়ে অপরাজিত ১০০ রানে ২২৮ রানের পুঁজি হয় হায়দরাবাদের। বড় লক্ষ্য টপকাতে পারেনি কলকাতা। ২৩ রানের জয় পায় হায়দরাবাদ। ব্রুকের সঙ্গে তার পরিবারের কয়েকজন সদস্যও ভারতে গিয়েছিলেন। কিন্তু তার সেঞ্চুরির আগে দেশে ফিরে গেছেন তারা। শুধু প্রেমিকা ছিলেন ভারতে। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে বেশ মজা করলেন তিনি।

ম্যাচসেরা পারফরম্যান্সের পর ব্রুক যেন স্বস্তির নিশ্বাস ফেললেন। তার মন্তব্যে মনে হলো, পরিবার থাকায় বেশ চাপে ছিলেন। ২৪ বছর বয়সী ইংলিশ ব্যাটার বললেন, ‘আমার প্রেমিকা এখানে আছে। কিন্তু পরিবারের অন্যরা চলে গেছে। আমি জানতাম এমন কিছু হবে- তারা চলে যাবে এবং আমি রান পাবো। তারা আমাকে নিয়ে নিশ্চয় খুব খুশি হবে।’

ব্রুক প্রথম তিন ম্যাচে করেন যথাক্রমে ১৩, ৩ ও ১৩ রান। দ্বিতীয়বার ওপেনিংয়ে নেমে অবিশ্বাস্য ইনিংস খেললেন ১৮১.৮১ স্ট্রাইক রেটে। সমালোচনার বিপরীতে ডোন্ট কেয়ার মানসিকতা নিয়ে খেলে সফল হওয়ার কথা বললেন তিনি।

আইপিএল ব্রডকাস্টারদের কাছে ব্রুক বললেন, ‘আমি মনে করি প্রথম কয়েক ম্যাচের পর নিজের ওপর চাপ তৈরি করেছিলাম। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, লোকজন আজেবাজে কথা বলছে, তখন নিজের ওপর সন্দেহ তৈরি হতে থাকবে। কিন্তু আমি আজ রাতে ‘আই ডোন্ট কেয়ার’ মানসিকতা নিয়ে মাঠে নেমেছিল এবং ভাগ্য ভালো যে কাজে লেগেছে। অনেক ভারতীয় ভক্ত আছে সেখানে (সোশ্যাল মিডিয়া) তারা আজ রাতে বাহবা দেবে, অথচ কিছুদিন আগে তারা আমাকে নিয়ে বিদ্রূপ করেছিল। খুশি যে তাদের মুখ বন্ধ করে দিয়েছি।’      

/এফএইচএম/
সম্পর্কিত
লখনউর দায়িত্ব পেয়ে পান্ত বললেন, ‘দলের জন্য দুইশ ভাগ উজাড় করে দেবো’
বেঙ্গালুরুর অধিনায়ক কে, বিরাট ঘোষণা ডি ভিলিয়ার্সের
আইপিএলে কোনও বাংলাদেশি দল না পাওয়ায় হতাশ ফাহিম
সর্বশেষ খবর
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নোয়াখালীতে ১০ মামলার আসামি ডাকাত সর্দার কোরবান আলী গ্রেফতার
নুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
সমকালীন ফিলিস্তিনি গল্পনুরা আল-আশির ‘ভাই হারানোর বেদনা’
বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক
বার কাউন্সিল পরীক্ষায় ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর অভিযোগে গ্রেফতার এক
সর্বাধিক পঠিত
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ক্যামেরায় ধরা পড়লো শিবির নেতা হত্যা মামলার আসামিকে গুলি ও কোপানোর দৃশ্য
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বাবার ভুলের জন্য ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন