X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

র‌্যাঙ্কিংয়ে শান্তর লম্বা লাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২৩, ১৬:৪১আপডেট : ১৫ মার্চ ২০২৩, ১৭:০২

ইংল্যান্ডের বিপক্ষে স্মরণীয় এক সিরিজ কাটিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ৩ ম্যাচ সিরিজে তার রান ছিল ১৪৪। ১৪৪ গড় ও ১২৭.৪৩ স্ট্রাইকরেটে দারুণ সময় পার করা শান্ত র‌্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৬৮ ধাপ এগিয়েছেন। তার অবস্থান ১৬ নম্বরে। শান্তর সঙ্গে র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন দাসও।

বুধবার পুরুষদের সাপ্তাহিক হালনাগাদ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এই তালিকায় শান্ত ও লিটন দু’জনই ক্যারিয়ার সেরা অবস্থানে জায়গা করে নিয়েছেন।

সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শান্ত ৩০ বলে ৮ চারে ৫১ রানের ইনিংস খেলেছেন। দ্বিতীয় ম্যাচেও ৪৭ বলে ৩ চারে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ৩৬ বলে ১ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেছেন তিনি। সবমিলিয়ে ১৪৪ রান করে হয়েছেন সিরিজ সেরা। সিরিজ সেরার পুরস্কারের পাশাপাশি টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তিনি। তার বর্তমান রেটিং ৫৯৩। এটাই তার ক্যারিয়ার সেরা রেটিং। ইংল্যান্ড সিরিজের মতো আয়ারল্যান্ড সিরিজেও ব্যাট হাতে এভাবে পারফর্ম করতে পারলে হয়তো সেরা দশেও ঢুকে যেতে পারেন।

শান্ত ছাড়াও লিটন ৯ ধাপ অগ্রসর হয়েছেন। তার আগের অবস্থান ছিল ২২ নম্বর। প্রথম দুই ম্যাচে রান না পেলেও তৃতীয় ও শেষ ম্যাচে ৭৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।

এদিকে, ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার ওপরে ভারতের সূর্যকুমার যাদব। পরের দুই স্থানে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম।

পুরো সিরিজে দুর্দান্ত বোলিং করে ৪ উইকেট নেওয়া তাসকিন আহমেদও বোলারদের তালিকায় এগিয়েছেন। ৭ ধাপ এগিয়ে যৌথভাবে মিচেল স্টার্কের সঙ্গে ৪১ নম্বরে আছেন তিনি। তাছাড়া তরুণ পেসার হাসান মাহমুদ ৪৭তম স্থানে আছেন। টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ তিনে আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, আফগানিস্তানের রশিদ খান ও অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সাকিব মনে করেন, ফিল্ডিংয়ে এশিয়ার সেরা বাংলাদেশ
সাকিব বললেন, ইংল্যান্ড সিরিজে বিপিএলের প্রভাব ছিল
বাংলাদেশের প্রশংসা করলেন বাটলার
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
মাদারীপুরের শিবচর থেকে ককটেল-গুলি ও ইয়াবা উদ্ধার
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
গৃহকর্মী-যৌনকর্মীদের ‘শ্রমিক’ হিসেবে স্বীকৃতি দেওয়ার সুপারিশ
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সবার জন্য উন্মুক্ত হবে মাঠ, কোনও ক্লাবের দখলে থাকবে না: ডিএনসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে