X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

সাকিব-তামিমদের বেতন বাড়ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ জানুয়ারি ২০২৩, ২০:১৯আপডেট : ২৩ জানুয়ারি ২০২৩, ২০:২২

নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২১ জন ক্রিকেটারের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি করেছে। আগামী ডিসেম্বর পর্যন্ত চুক্তির অধীনে বেতন-ভাতা পাবেন ক্রিকেটাররা। তবে নতুন বছরে কিছু কিছু ক্রিকেটারের বেতন বাড়ছে বলে জানিয়েছেন নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক।
 
নতুন বছরে কেন্দ্রীয় চুক্তিতে ঢুকেছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। গতবারের মতো এবারও ফরম্যাট অনুযায়ী ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করা হয়েছে। শুধু বেতন নির্ধারণ করা হয়েছে গ্রেডিং অনুসারে। মোট তিনটি ক্যাটাগরি, ‘এ’ প্লাস, ‘এ’; ‘বি’; ও ‘সি’ গ্রেড অনুযায়ী ক্রিকেটাররা বেতন পাবেন।

নির্বাচক প্যানেলের সদস্য আব্দুর রাজ্জাক এমন তথ্যই দিয়েছেন, ‘ক্যাটাগরি ভিত্তিতে গ্রেডিং করা হয়েছে। খেলোয়াড়দের পারফরম্যান্স অনুযায়ী গ্রেডিং দেওয়া হয়েছে। এটা শীঘ্রই আপনারা জানতে পারবেন। সবকিছু মিলে ওদের বেতনও একটু বেড়েছে। গ্রেডিং দেখলেই বুঝতে পারবেন কার কতটুকু বেতন হয়েছে। ক্রিকেট অপারেশন্সের একটা সিস্টেম আছে। যে যত বেশি ম্যাচ খেলে এর ওপর পয়েন্ট আছে। সবকিছু মিলিয়ে এটা তৈরি করা হয়েছে। প্রতি বছরই পারফরম্যান্স অনুযায়ী মূল্যায়ন হয়। এবার আমরা ৬ মাসের মধ্যেই করবো বলেছি। একটা সিস্টেম আমরা তৈরি করেছি।’

তবে ৬ মাস পর কারও পারফরম্যান্স প্রত্যাশিত না হলে চুক্তি বাতিল হবে কিনা এমন প্রশ্নের উত্তরে রাজ্জাক বলেছেন, ‘এই মুহূর্তে এটা ব্যাখ্যা করা কঠিন। আগে আমরা মূল্যায়ন করি, ৬ মাস পর রিভিউ করবো।’

কেন্দ্রীয় চুক্তি ছাড়াও বিপিএলে ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন রাজ্জাক। ঢাকা ডমিনেটরসের অধিনায়ক নাসির হোসেন চলতি বিপিএলে দারুণ পারফর্ম করছেন। প্রধান নির্বাচক জানিয়েছিলেন, তার দিকে নজর রাখছেন তার। সোমবার রাজ্জাকতো নাসিরের পারফরম্যান্সে পঞ্চমুখ, ‘নাসির অনেক দিন পর কামব্যাক করেছে। ওকে ধারাবাহিকভাবে এই প্রসেসে থাকতে হবে। সিলেকশন প্যানেলের বিবেচনায় আছে। সবাইকে নিয়েই চিন্তাভাবনা হচ্ছে। যখন যাকে দরকার হবে, তখন তাকে চিন্তা করা হবে। নাসির অভিজ্ঞ খেলোয়াড়, অনেক দিন ধরে খেলছে। নিজের ছন্দে থাকলে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে। ’

লম্বা সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও মাশরাফি বিন মুর্তজা অবসর নেননি। অথচ চলতি বিপিএলে তরুণ ক্রিকেটারদের সঙ্গে সমানতালে পারফর্ম করে যাচ্ছেন। চলমান বিপিএলে ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। মাশরাফির এমন পারফরম্যান্সে রীতিমতো মুগ্ধ রাজ্জাক, ‘লিজেন্ড ক্রিকেটার তো সবসময় লিজেন্ডের মতোই চলে। তরুণদের জন্য মাশরাফির কাছ থেকে শেখার আছে। কীভাবে এই বয়সে পারফর্ম করতে হয়, নিজের ফিটনেস ধরে রাখতে হয়; অনেক কিছুই শেখার আছে। যা তরুণদের জন্য প্রেরণাদায়ক।’

তবে মাশরাফিকে মাঠ থেকে বিদায় জানানো উচিত বলে মনে করেন রাজ্জাক, ‘এটা সম্পূর্ণ বোর্ডের সিদ্ধান্ত। এসব স্পেশাল ডিসিশন। যদি বোর্ড এই সিদ্ধান্ত নেয়, আমাদের কোনও আপত্তি নেই। আমরা চাই খেলোয়াড়রা মাঠ থেকে যেন বিদায় নেয়। দেখতেও ভালো লাগবে, মানুষও খুশি হবে। এটা পুরোপুরি বোর্ডের সিদ্ধান্ত। বোর্ড এই সিদ্ধান্ত নিলে আমরা সম্মান করবো। শুধু মাশরাফির ক্ষেত্রে নয়, সবার বেলাতেও। আন্তর্জাতিক ক্রিকেটে যারা অনেক দিন ধরে খেলেছে, সবার ক্ষেত্রে এমন হলেই ভালো। খেলোয়াড়েরও একটা স্মৃতি থাকবে। মাঠ থেকে বিদায় নিলে খারাপ হয় না।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দলিতদের অবস্থা পরিবর্তনে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে: আনু মুহাম্মদ
দলিতদের অবস্থা পরিবর্তনে অন্তর্বর্তী সরকার অনেক কাজ করতে পারে: আনু মুহাম্মদ
৫ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার
৫ বছরের শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার
এসি রুমে বৈঠক ‘আর নয়', কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের
এসি রুমে বৈঠক ‘আর নয়', কঠোর আন্দোলনের হুঁশিয়ারি কারিগরি শিক্ষার্থীদের
বিএসজেএ’র নতুন সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন
বিএসজেএ’র নতুন সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০
শিক্ষার্থী-বৈষম্যবিরোধী ও এনসিপির নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলা, আহত ১০