X
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

অস্বস্তিকর সেশনের পর জাকিরের সেঞ্চুরি

রবিউল ইসলাম, চট্টগ্রাম থেকে
১৭ ডিসেম্বর ২০২২, ১৪:১৯আপডেট : ১৭ ডিসেম্বর ২০২২, ১৫:০৮

প্রথম টেস্টে ৫১৩ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে জাকির হাসান ও নাজমুল হোসেনের ওপেনিং জুটি ভালো মতোই লড়ে যাচ্ছিল। আগের দিনের সঙ্গে আজকের দিন মিলিয়ে দুই ওপেনার পাক্কা ১৮০ মিনিট ব্যাটিং করেছেন। কিন্তু চতুর্থ দিনে দ্বিতীয় সেশনে ফিরতেই ভেঙে পড়ে বাংলাদেশের প্রতিরোধ। শান্ত ও লিটন দুইজনেই বাজে শটে আউট হয়েছেন। ডিফেন্স করতে গিয়ে ইয়াসির নিজেও যেভাবে আউট হয়েছেন; তাতে নিজের দায় এড়াতে পারবেন না কোনওভাবেই। সবমিলিয়ে দ্বিতীয় সেশনটি অস্বস্তি নিয়েই স্বাগতিকরা পার করেছে। তবে একপ্রান্ত আগলে নিজের লড়াইটা ঠিকই চালিয়ে গেছেন অভিষেক টেস্ট খেলতে নামা জাকির হাসান। সেঞ্চুরিতে নিজের প্রথম টেস্ট রাঙিয়ে নিয়েছেন। অবশ্য সেঞ্চুরি করার পরের ওভারেই ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। ৭৯ ওভার শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে স্কোর ৪ উইকেটে ২০৯।

শুরু থেকে প্রান্ত আগলে খেলা জাকির অশ্বিনের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছেন। ফেরার আগে ২২৪ বলে ১৩ চার ও ১ ছক্কায় করেছেন ১০০। ব্যাট করছেন মুশফিকুর রহিম (১৬) ও সাকিব (১)।

লাঞ্চ থেকে ফিরে ১২ রানের মধ্যেই দ্রুত ২ উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে বাংলাদেশের। সেখান থেকে জাকির-লিটন মিলে দলকে ভালো একটি অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। লিটনকে অবশ্য ভীষণ অস্বস্তি নিয়ে ব্যাট করতে দেখা গেছে। ৫৩তম ওভারে উমেশ যাদবের বলে শূন্য রানেও জীবনও পেয়েছেন। ভারত আবেদন না করায় বিপদে পড়তে হয়নি। কিন্তু রিভিউতে দেখা গেছে ওভারের পঞ্চম বলটি লিটনের ব্যাট ছুঁয়ে চলে যায় উইকেটকিপার ঋষভ পান্তের গ্লাভসে। দ্বিতীয় জীবন পেয়েও লিটনকে স্বস্তিতে দেখা যায়নি। চা বিরতির তিন ওভার আগে লিটনকে ফাঁদে ফেলে আউট করে ভারতীয় দল। লংঅনে ফিল্ডার রেখে কুলদীপ বেশ কিছুক্ষণ ধরেই লিটনকে আউট করার চেষ্টা করছিলেন। ৬৯তম ওভারের চতুর্থ বলে সেই ফাঁদে পা দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ৫৯ বলে ২ চারে লিটন আউট হন ১৯ রানে।

আগের দিনে ৪২ রান করা জাকির-শান্ত শনিবার সকালে দারুণ শুরু করেছিলেন। দুইজন মিলে প্রথম সেশনে ভারতীয় বোলারদের উপর প্রভাব বিস্তার করেছেন। বাজে শট না খেললে আরও বড় জুটি গড়তে পারতেন তারা। মূলত প্রথম সেশনের বিরতি থেকে ফেরার পরই শান্ত মনোযোগ হারিয়েছেন। উমেশ যাদবের অফ স্ট্যাম্পের বাইরের বল খেলার চেষ্টা করে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছেন। অবশ্য প্রথম স্লিপে দাঁড়ানো কোহলি ক্যাচটি নিতে পারেননি। তার জায়গায় দুইবারের চেষ্টায় উইকেটকিপার পান্ত ক্যাচটি লুফে নেন। শান্তর বিদায়ের সঙ্গে সঙ্গে ভাঙে ভারতের বিপক্ষে গড়া প্রথম শতরানের জুটি (১২৪)। শান্ত ৬৭ রানে আউট হয়েছেন। ১৫৬ বলে ৭ চারে নিজের ইনিংসটি সাজিয়েছেন তিনি। দিনের শুরুতে সাবলীল ব্যাটিং করেছেন বাঁহাতি এই ব্যাটার। এদিন ১৫ ইনিংস পর হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। অশ্বিনের বলটি অফসাইডে ঠেলে দিয়ে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন। এই মাইলফলকে পৌঁছাতে ১০৮ বলে চার ছিল ৬টি। 

শান্তর আউটের পর ক্রিজে নামা ইয়াসিরও বেশিক্ষণ টিকতে পারেননি। অক্ষর প্যাটেলের গুড লেন্থের বলটি ডিফেন্স করতে চেয়েছিলেন। কিন্তু লাইন মিস করলে বোল্ড হন তিনি। তাতে ১২ রানের মধ্যে কাটা পড়েন বাংলাদেশের দুই ব্যাটার।

এর আগে অভিষিক্ত জাকিরও হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। দারুণ ছন্দে থেকেই চট্টগ্রামে তার অভিষেক হয়েছে। ২০২১ সালে এক বর্ষপঞ্জিকায় ১ হাজার রান করে আলোচনায় ছিলেন ২৪ বছর বয়সী এই ব্যাটার। চলতি বছর ঘরোয়া ক্রিকেটে ৪৪২ রান করে নিজের অবস্থান শক্ত করেছেন। এর পর তো ভারত ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তার ম‌্যাচ বাঁচানো ১৭৩ রানের অবিশ্বাস‌্য ইনিংস সুযোগ করে দেয় জাতীয় দলে। প্রথম ইনিংসে দৃঢ়তা দেখালেও ২০ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় ইনিংসে আস্থার প্রতিদান দিয়েছেন। অক্ষর প্যাটেলের প্রথম বলে ডাউন দ্য উইকেটে এসে মিড উইকেটের ওপর দিয়ে চার মেরে ৪৯ রানে পৌঁছান তিনি। একবল পরে মিডঅনে সিঙ্গেল নিয়ে তুলে ফেলেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। এই মাইলফলকে পৌঁছাতে ১০১ বলে চার মেরেছেন ৭টি।

একটি বিষয় উল্লেখযোগ্য, চতুর্থ ইনিংসে ৫১৩ রান চেজ করার ইতিহাস নেই টেস্টে। ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা বলেই অনেক কিছু ঘটে প্রতিনিয়ত। কেউ রেকর্ড গড়েন, সেই রেকর্ড আবার অন্য কেউ নিজের করে নেন। বাংলাদেশের সর্বোচ্চ চেজ করে জেতার রেকর্ড ২১৭ রান হলেও ক্রিকেট ইতিহাসে ৪১৮ রান চেজ করে জেতার রেকর্ড আছে। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ. কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে অপসারণ করলো আদালত
দ. কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে অপসারণ করলো আদালত
ভাড়া বেশি নেওয়ায় বরিশালে ৩ বাসের কাউন্টারে জরিমানা
ভাড়া বেশি নেওয়ায় বরিশালে ৩ বাসের কাউন্টারে জরিমানা
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন পিসিবি প্রধান
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হলেন পিসিবি প্রধান
শুকনো হাওরেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
শুকনো হাওরেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
সর্বাধিক পঠিত
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
‘সিকান্দার’ ভরাডুবির কারণ কী?
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
বিএনপির কাছে ২৭ আসন চাওয়ার প্রস্তুতি জাতীয়তাবাদী সমমনা জোটের
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
তরমুজের স্বাদ ও পুষ্টিগুণ বাড়াতে এই ৫ উপাদান মিশিয়ে নিতে পারেন
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
বলিভিয়ায় কথিত ‘হিন্দু রাষ্ট্র কালাশা’র ভূমি দখলের চেষ্টা নস্যাৎ
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি
নৈশভোজের টেবিলে ইউনূস-মোদি পাশাপাশি