X
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫
২০ চৈত্র ১৪৩১

ঐতিহাসিক টেস্ট জিতিয়ে মাস সেরার মনোনয়নে এবাদত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:০৭আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১৫

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন এবাদত হোসেন। অসামান্য এই কীর্তির স্বীকৃতি দিতে তাকে ‘প্লেয়ার অব দ্য মান্থ’-এ মনোনয়ন দিয়েছে আইসিসি। গত বছরের শুরু থেকে প্রতি মাসের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি দিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের এবাদত জানুয়ারি মাসের সেরা ক্রিকেটারের তালিকায় মনোনীত হয়েছেন। এর আগে বাংলাদেশের চার ক্রিকেটার মনোনয়ন পেলেও খেতাব জিতেছেন কেবল দু’জন।

আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা। আইসিসির বিশেষজ্ঞ প্যানেলের ৯০ শতাংশ এবং সমর্থকদের ভোটের ১০ শতাংশ বিবেচনায় এনে ঘোষণা করা হয় চূড়ান্ত ফলাফল। এবাদতকে মাসের সেরা নির্বাচিত করতে এই লিংকে https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month  গিয়ে ভোট দিতে হবে।

জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে দারুণ বোলিং করেই এই তালিকায় নাম তুলেছেন এবাদত। টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে তার অসাধারণ বোলিংয়েই ৮ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের মাটিতে যা ছিল বাংলাদেশের প্রথম টেস্ট জয়। কিউইদের মাঠে সার্বিকভাবেও এটি ছিল প্রথম কোনও জয়।  

সফরে যাওয়ার আগে ১০ টেস্টে এবাদতের উইকেট ছিল ১০টি। সর্বশেষ সফরে দুই টেস্টেই এবাদতের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেট। মাউন্ট মঙ্গানুইতে প্রথম ইনিংসে ১ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬ উইকেট। তার মধ্যে ১১ বলের মধ্যে তিন উইকেট নিয়ে প্রথম টেস্টটি হাতের মুঠোয় নিয়ে আসেন এই পেসার।  

এবাদত ছাড়াও দক্ষিণ আফ্রিকান দুই ক্রিকেটার আছেন এই তালিকায়। কিগান পিটারসেন ও ডেওয়াল্ড ব্রেভিস। ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রোটিয়া ব্যাটার পিটারসেন। সবমিলিয়ে ২৭৬ রান করেন এই ব্যাটার। এছাড়া দক্ষিণ আফ্রিকা যুব দলের ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিসকেও আইসিসি মাস সেরা ক্রিকেটার ক্যাটাগরিতে জায়গা দিয়েছে।

প্রসঙ্গত, এই পুরস্কার চালু হওয়ার পর থেকে প্রথম তিন মাসে তা জেতেছে ভারতীয় ক্রিকেটাররা। পুরুষ ক্রিকেটে বাংলাদেশের চার ক্রিকেটার মনোনয়ন পেলেও দু’জন মাত্র ‘প্লেয়ার অব দ্য মান্থ’ খেতাব জিতেছেন। গত মে মাসে প্রথম বাংলাদেশি হিসেবে এই খেতাব জেতেন মুশফিক। এরপর গত আগস্টে সাকিব দ্বিতীয় বাংলাদেশি হিসেবে খেতাব জিতেছেন। নাসুম আহমেদ অক্টোবরে মনোনয়ন পেলেও মাস সেরা হতে পারেননি। এছাড়া প্রথমবাররে মতো বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে নাহিদা আক্তার মাস সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু তিনিও এই খেতাব জিততে পারেননি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করলো বিমসটেক
সামুদ্রিক পরিবহন সহযোগিতা চুক্তি সই করলো বিমসটেক
পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
পাহাড়ে কাউকে চাঁদাবাজি বা অস্ত্রবাজি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
গরিব মানুষের ঋণ প্রাপ্তি মানবাধিকার: প্রধান উপদেষ্টা 
গরিব মানুষের ঋণ প্রাপ্তি মানবাধিকার: প্রধান উপদেষ্টা 
অতিথি অ্যাপায়নে পরিবেশন করতে পারেন পাউরুটির তৈরি মালাই রোল
অতিথি অ্যাপায়নে পরিবেশন করতে পারেন পাউরুটির তৈরি মালাই রোল
সর্বাধিক পঠিত
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
সাবেক এমপি-মেয়রসহ আ.লীগের তিন নেতার বাসায় হামলা-ভাঙচুর
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করলো যুক্তরাষ্ট্র
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে অ্যাকশনে পাসপোর্ট অধিদফতর
বাংলাদেশের প্রতিবেশী নীতির কি পরিবর্তন হচ্ছে
বাংলাদেশের প্রতিবেশী নীতির কি পরিবর্তন হচ্ছে
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলাফল বিশ্লেষণ করছে বাংলাদেশ