দীর্ঘদিন ধরে হাঁটুর চোটে ভুগতে থাকা তামিম ইকবাল টানা চার সিরিজ মিস করেছেন। গত বছর নিউজিল্যান্ড সফরে প্রথমবারের মতো টি-টোয়েন্টি খেলেননি। এরপর জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আসন্ন ঘরের মাঠের নিউজিল্যান্ড সিরিজে নেই বাংলাদেশের সফলতম ওপেনার। টানা চার সিরিজ মিস করলেও আগামী অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে নির্বাচককদের ভাবনায় ঠিকই আছেন তামিম।
ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফর ও পরের তিন সিরিজ ইনজুরির কারণে খেলতে পারেননি এই ওপেনার। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ থেকেই মূলত বিশ্রামে তিনি। জিম্বাবুয়ে সফরে টেস্ট ও ওয়ানডে সিরিজে ব্যথা ম্যানেজ করে খেললেও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তিনি। ওখান থেকে দেশে ফিরে ছয় সপ্তাহের পুর্নবাসন প্রক্রিয়ায় আছেন তামিম। পুর্নবাসন শেষে সেপ্টেম্বরের শুরুতে মাঠে ফেরার কথা তার। টানা বিরতির পরও বিশ্বকাপ প্রক্রিয়ার অংশ হিসেবে তামিমকে ভাবা হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘আশা করছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে তামিম মাঠে থাকবে। বিশ্বকাপের এখনও অনেক সময় আছে। আশা করছি, বিশ্বকাপের আগে ফিট হয়ে যাবে।’
টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলা না হলেও বিশ্বকাপ মঞ্চে তামিমের মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করছেন প্রধান নির্বাচক, ‘তামিমের অসাধারণ অভিজ্ঞতা আছে। যখন মাঠে নামবে আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নেওয়া ওর জন্য কোনও ব্যাপার না। ইনজুরি তো যেকোনও খেলোয়াড়েরই হতে পারে। ইনজুরির পর কত দ্রুত প্রত্যাবর্তন করছে, এটা গুরুত্বপূর্ণ।’