X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

১৪ নভেম্বর ফিরছে ‘স্থগিত’ পিএসএল

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২৫আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:৩২

১৪ নভেম্বর ফিরছে ‘স্থগিত’ পিএসএল করোনাভাইরাসের কারণে গত মার্চে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবারের আসর স্থগিত হয়ে যায়। শুরুতে বেশ কয়েকটি ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে আয়োজন করলেও প্লে অফ আর মাঠে গড়ানো সম্ভব হয়নি। স্থগিত হয়ে থাকা সেই পিএসএল ফিরছে। আগামী ১৪ নভেম্বর প্লে অফ দিয়ে আবার মাঠে ফিরবে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ।

করোনাভাইরাসের থাবা বেশ ভালোমতোই পড়েছে পাকিস্তানে। প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ শুরুর মুহূর্তেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পিএসএল শেষ করার ব্যাপারে আশাবাদী ছিল। কিন্তু পরিস্থিতি খারাপের দিকে গেলে প্লে অফে এসে আটকে যায় তারা। স্থগিত করতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ।

এখন আশার কথা হলো, ১৪ নভেম্বর ফিরছে স্থগিত হওয়া প্রতিযোগিতাটি। বাকি থাকা সব ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। আর ফাইনাল হবে ১৭ নভেম্বর। নতুন করে পিএসএলের সময় নির্ধারণ হওয়ায় হাসি ফুটেছে পিসিবি ও পাকিস্তানের ক্রিকেটভক্তদের ঠোঁটে।

পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই ঘোষণা সব গুঞ্জনের ইতি টেনে দিতে এবং দলগুলোর গুরুত্বপূর্ণ ম্যাচের পরিকল্পনা ও প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় সরবরাহ করার ব্যাপারে পুরোপুরি স্পষ্ট ধারণা দেয়। পিসিবি সবসময় বাকি থাকা চার ম্যাচ আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ ছিল।’

করোনার কারণে পিএসএল স্থগিত হওয়ার আগে প্লে অফ নিশ্চিত করে মুলতান সুলতান, করাচি কিংস, লাহোর কালান্দারস ও পেশওয়ার জালমি। সরফরাজ আহমেদের কুয়েটা গ্ল্যাডিয়েটরস, যারা কিনা এবারের প্রতিযোগিতা শুরু করেছিল চ্যাম্পিয়ন হিসেবে, তারা প্লে অফে জায়গা নিশ্চিত করতে পারেনি। 

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
সংসদীয় আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের
সংসদীয় আসন সংখ্যা ৬০০ করার সুপারিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল