X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানে টেস্ট নয়, টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ২২:২৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ২২:৩৬

পাকিস্তানে টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ গত অক্টোবরে বাংলাদেশের নিরাপত্তা প্রতিনিধি দল ঘুরে এসেছে পাকিস্তান। তাদের রিপোর্টের ভিত্তিতে অক্টোবর-নভেম্বরে বাংলাদেশের মেয়েরা তিনটি টি-টোয়েন্টি ও দুটি ওয়ানডে খেলেছে সেখানে। একই সময়ে পাকিস্তানে খেলে এসেছে অনূর্ধ্ব-১৬ দলও। তবে সেখানে বাংলাদেশ দলের দুটি টেস্ট খেলা নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। ছেলেদের জাতীয় দলকে পাঠানোর বিষয়টি ঝুলে আছে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায়। এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানালো- বাংলাদেশ টেস্ট নয়, টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছে।

২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট খেলতে পাকিস্তান যাওয়ার কথা বাংলাদেশের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সফর। পাকিস্তান এরই মধ্যে জানিয়েছে, তারা আর হোম টেস্ট খেলবে না দেশের বাইরে। কিন্তু বাংলাদেশ টেস্ট খেলতে চায় না জানতে পেরেছে পিসিবি। এর স্পষ্ট কারণ জানতে চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দেওয়া হয়েছে, বুধবার এমনটাই জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান,‘বিসিবি আমাদের জানিয়েছে, তারা পাকিস্তানে তিনটি টি-টোয়েন্টি খেলতে চায়। কিন্তু এখনই তারা টেস্ট ম্যাচ খেলতে রাজি নয়।’

এক দশকে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে পাকিস্তানে ফিরেছে টেস্ট ক্রিকেট। মেরিলিবোন ক্রিকেট ক্লাবও (এমসিসি) ২০২০ সালের ফেব্রুয়ারিতে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। সবকিছুই প্রমাণ করছে পাকিস্তানে নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক। ওয়াসিম বর্তমান অবস্থা বিবেচনা করে বলেছেন, শ্রীলঙ্কা পাকিস্তানে নিরাপদে খেলছে এবং আইসিসিও তাদের ম্যাচ অফিসিয়াল পাঠিয়েছে। এরপরও পাকিস্তানে বাংলাদেশের টেস্ট খেলতে রাজি না হওয়ার কোনও কারণ দেখেন না তিনি।

তবে এখনই আশা ছাড়ছেন না পিসিবির প্রধান নির্বাহী, ‘আইসিসি আমাদের নিরাপত্তা পরিকল্পনা ও আয়োজনে সন্তুষ্ট। আমরা বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলাপ চালিয়ে যাবো এবং সমস্যার সমাধান করবো।’

টেস্ট না খেলতে চাওয়ার এই কারণটা জানা গেছে বিসিবি সূত্রে।একটি টেস্ট সিরিজ খেলার আগে পরিস্থিতি যাচাই করে দেখতে শ্রীলঙ্কার মতো প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় বাংলাদেশ।গত সেপ্টেম্বর-অক্টোবরে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেই টেস্ট সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছে লঙ্কানরা। এনডিটিভি

/এফএইচএম/পিকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমান হামলার চেয়ে দুর্ভিক্ষকে বেশি ভয় পাচ্ছেন গাজাবাসী
গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধবিমান হামলার চেয়ে দুর্ভিক্ষকে বেশি ভয় পাচ্ছেন গাজাবাসী
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
চট্টগ্রামে কর্ণফুলী নদীতে পড়ে নাবিক নিখোঁজ
ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, নারীসহ দগ্ধ ৩
ফকিরাপুলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, নারীসহ দগ্ধ ৩
নির্বাচন নিয়ে কথা বলতে ইসিকে সতর্কতা অবলম্বনের পরামর্শ এনসিপি’র
নির্বাচন নিয়ে কথা বলতে ইসিকে সতর্কতা অবলম্বনের পরামর্শ এনসিপি’র
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ