X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বৃষ্টির দিনে শামসুরের সেঞ্চুরি, সোহরাওয়ার্দীর হাফসেঞ্চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০১৯, ১৮:৪৩আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৮:৪৩

শামসুর রহমান (ফাইল ছবি) জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের প্রথম দিনে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব পড়েছে। তাতে ঢাকা ও বরিশালে প্রথম স্তর ও দ্বিতীয় স্তরের দুটি ম্যাচে টসই হয়নি। বগুড়ায় প্রায় দেড় সেশনের মতো খেলা হয়েছে, যেখানে রংপুর কোণঠাসা ছিল ঢাকার বোলারদের কাছে। এরই মাঝে হাফসেঞ্চুরি করে উজ্জ্বল ছিলেন রংপুরের ব্যাটসম্যান সোহরাওয়ার্দী শুভ। রাজশাহীতে শামসুর রহমানের সেঞ্চুরিতে সিলেটের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে ঢাকা মেট্রো।

বগুড়ায় প্রথম স্তরের ম্যাচে ঢাকা টস জিতে রংপুরকে বোলিংয়ে পাঠায়। প্রথম ১০ বলের মধ্যে দুই ওপেনার রিশাদ হোসেন ও মেহেদী মারুফ রানের খাতা না খুলে বিদায় নেন। এরপর অধিনায়ক নাঈম ইসলামকে সঙ্গে করে ৮০ রানের জুটিতে প্রতিরোধ গড়েন সোহরাওয়ার্দী। ৯৬ বলে ১১ চারে ৫৭ রানে বিদায় নেন তিনি। পরের ওভারে বিদায় নেন নাঈমও (২৩)।

দলীয় ১০৪ রানে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন আরিফুল হক (১৫)। নাসির হোসেন ৫ ও তানবীর হায়দার ৬ রানে অপরাজিত ছিলেন। মেঘলা আকাশের কারণে তৈরী হওয়া আলোকস্বল্পতায় ম্যাচ শুরু হয় বেলা সাড়ে ১১টায়। একই কারণে ম্যাচ শেষ হয় বিকেল ৪টার কিছু আগে। এই সময়ে ৪১ ওভার খেলে ৫ উইকেটে ১১০ রান করে রংপুর।

ঢাকার পক্ষে শাহাদাৎ হোসেন ও সালাউদ্দিন শাকিল দুটি করে উইকেট নেন।

রাজশাহীতে দ্বিতীয় স্তরের ম্যাচে টস হেরে ব্যাট করতে নামে ঢাকা মেট্রো। শামসুরের সেঞ্চুরির সঙ্গে আল আমিনের হাফসেঞ্চুরিতে ৭ উইকেটে ২৮২ রানে দিন শেষ করে তারা।

মাত্র ১৭ রানে প্রথম উইকেট হারানোর পর রাকিন আহমেদের সঙ্গে ৯৮ রানের জুটি গড়েন শামসুর। রাকিন ৪৮ রানে উইকেট হারানোর পর অধিনায়ক মার্শাল আইয়ুব (১) ফিরে যান দ্রুত। আল আমিনের সঙ্গে এরপর ১২৬ রানের জুটি গড়েন শামসুর। ৬৯ রান করে আল আমিন আউট হলে ভাঙে এই জুটি।

১৮০ বলে ১১ চারে সেঞ্চুরি করা শামসুর থেমেছেন দলকে ২৬০ রানে রেখে। তার ১১৪ রানের সেরা ইনিংস ছিল ১৯৩ বলের, চার ছিল ১৩টি।

শামসুরের সেঞ্চুরি উদযাপনের দিনে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন সিলেটের রেজাউর রহমান। তিনটি পান এনামুল হক জুনিয়র।

ঢাকায় খুলনা ও রাজশাহীর প্রথম স্তরের ম্যাচে বল মাঠে গড়ায়নি। এছাড়া বরিশালে দ্বিতীয় স্তরের ম্যাচে স্বাগতিকদের সঙ্গে চট্টগ্রামের খেলা হয়নি ঘূর্ণিঝড় বুলবুলের কারণে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চোলাই মদপানে দুই যুবকের মৃত্যু: গ্রেফতার ৪
চোলাই মদপানে দুই যুবকের মৃত্যু: গ্রেফতার ৪
পুলিশ হত্যামামলার আসামি এক শিশুর মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
পুলিশ হত্যামামলার আসামি এক শিশুর মামলা প্রসঙ্গে যা বললেন আসিফ নজরুল
নাইজেরিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ৫৬
নাইজেরিয়ায় দুইপক্ষের সংঘর্ষে নিহত ৫৬
নসরুল হামিদের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টসহ ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
নসরুল হামিদের ফ্ল্যাট, অ্যাপার্টমেন্টসহ ৭০ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম