X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

রনির ফিফটিতে ঢাকার রান ১৭৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জানুয়ারি ২০১৯, ২০:৩৬আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২০:৪৩

ফিফটির পথে রনির শট রনি তালুকদারের ব্যাটিং ঝড়ে যে গতি তুলেছিল ঢাকা ডায়নামাইটস, তাসকিন আহমেদের উইকেট উৎসবে সেটা থেমে যায়। তবে শেষ দিকে সিলেট সিক্সার্সের বিপক্ষে ঠিকই লড়াই করার মতো রান সংগ্রহ করেছে গতবারের রানার্সআপরা।

১৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারালেও ঢাকা ১৭৪ রানের টার্গেট দিয়েছে সিলেটকে। বিপিএলের শীর্ষে থাকা দলটি চতুর্থ ম্যাচে ৭ উইকেটে করেছে ১৭৩ রান।

মিরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকা অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু টানা দ্বিতীয় ম্যাচে হতাশ করলেন দুই ফিফটিতে বিপিএল শুরু করা হযরতউল্লাহ জাজাই। সিলেটের বিপক্ষে ইনিংসের চতুর্থ বলে মাত্র ৪ রান করে সোহেল তানভীরের শিকার হন আফগান ওপেনার।

এই ধাক্কা ঢাকা সামলে ওঠে সুনীল নারিন ও রনির ৬৭ রানের জুটিতে। ক্যারিবিয়ান তারকা দুটি করে চার ও ছয়ে ২৫ রানে আউট হলে দলকে দারুণ সংগ্রহের পথে রাখেন রনি। ৩৪ বলে ৫ চার ও ৩ ছয়ে ৫৮ রানের চমৎকার পারফরম্যান্স ছিল তার ব্যাটে। আফিফ হাসানের কাছে তিনি উইকেট হারানোর পর ভেঙে পড়ে ঢাকার টপ অর্ডার।

১০৬ রানে ৩ উইকেট হারানো দলটির স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১২৫ রান। তাসকিন ১৫তম ওভারে আন্দ্রে রাসেল (৫), কিয়েরন পোলার্ড (৩) ও শুভাগত হোমকে শূন্য রানে বিদায় করেন। তার আগে সাকিব আউট হন ২৩ রান করে।

এমন ধসের পরও হাতে বেশ কয়েক ওভার থাকায় সতর্ক ব্যাটিং করেন নুরুল হাসান ও মোহাম্মদ নাইম। দুজনের অবিচ্ছিন্ন ৪৮ রানের জুটিতে বেশ কঠিন টার্গেট দেয় ঢাকা। নুরুল ১৮ ও নাইম ২৫ রানে অপরাজিত ছিলেন।

তাসকিন ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সিলেটের সফল বোলার।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু