হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে হ্যামিল্টনে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেননি নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্যান। শনিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবেন না তিনি। স্কোয়াডে তার জায়গায় আগের মতো থাকছেন টিম সেইফার্ট।
নেপিয়ারে প্রথম ওয়ানডেতে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন চাপম্যান। শুক্রবার অনুশীলনের সময় বোঝা গেছে শেষ ম্যাচের জন্য ইনজুরি পুরোপুরি সেরে ওঠেনি।
চোট পাওয়ার আগে প্রথম ওয়ানডেতে ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন চাপম্যান। ম্যাচটি ৭৩ রানে জেতে নিউজিল্যান্ড। দ্বিতীয় ম্যাচ ৮৪ রানে জিতে ২-০ তে সিরিজ জেতে তারা।
সেইফার্ট পাঁচ বছর ওয়ানডে না খেললেও সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্মের কারণে চাপম্যানের বদলি করা হয়েছে। তবে দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে বেন সিয়ার্সকে খেলানো হয়।
উইল ইয়াংকেও দলের বাইরে রাখা হয়। তাতে রাইস মারিউকে আন্তর্জাতিক ম্যাচে অভিষিক্ত করা হয়।