শেখ হাসিনা সরকারের পতনের পর সর্বক্ষেত্রেই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংস্কারের লক্ষ্যে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি জোবায়েদুর রহমান রানাকে সার্চ কমিটির আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে থাকা বাকি চার জন হলেন- সাবেক হকি খেলোয়াড় মেজর (অব.) ইমরোজ আহমেদ, ক্রীড়া সাংবাদিক ও প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, ক্রীড়া সংগঠক মহিউদ্দিন আহমেদ বুলবুল ও সিনিয়র ক্রীড়া সাংবাদিক মন্টু কায়ছার।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ন কবীরের সই করা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রয়োজনে এই কমিটি সদস্য হ্রাস/বৃদ্ধি করতে পারবে।
পাঁচ সদস্যের সার্চ কমিটি বিভিন্ন ফেডারেশন, ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র, নির্বাচন প্রক্রিয়া বিষয়গুলো পর্যালোচনা করবে। গঠনতন্ত্র নির্বাচন প্রক্রিয়া ছাড়াও বিদেশে টুর্নামেন্ট খেলতে যাওয়ার নীতিমালা, নির্দেশনার ব্যাপারে দিক নির্দেশনা দেবেন। জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ আলোকে সংশ্লিষ্ট বিষয়গুলো তারা পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশমালা সরকারকে উপস্থাপন করবেন। এ কাজে এই কমিটি দুই মাস সময় পাবে।