নেইমারের সঙ্গে নাইকির সম্পর্কটা খুব ঘনিষ্ঠ। সেই ১৩ বছর বয়সে ‘শিশু প্রতিভা’ মেনেই তার সঙ্গে চুক্তি করেছিল বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী নির্মাতা এই প্রতিষ্ঠান। অথচ ১৫ বছরের সেই সম্পর্কের ইতি টেনে দিয়েছে নাইকি!
যুক্তরাষ্ট্রভিত্তিক এই ক্রীড়াসামগ্রী নির্মাতা প্রতিষ্ঠানের মুখপাত্র জশ বেনেডেক জানিয়েছেন, ‘আমি নিশ্চিত করছি, নেইমার এখন আর নাইকির অ্যাথলেট নন।’
হঠাৎ কী এমন হলো যে দীর্ঘ দিনের সম্পর্কটা ছিন্ন করতে বাধ্য হলো নাইকি? কেউ কেউ বলছে, নেইমার নাকি নাইকির জার্মান প্রতিদ্বন্দ্বী পিউমার সঙ্গে চুক্তি করার জন্য আলোচনা করছিলেন।
তবে ব্রাজিলিয়ান পত্রিকা ইউওএল জানিয়েছে, নতুন চুক্তিতে নেইমারকে কী পরিমাণ অর্থ দেওয়া হবে, সেই বিষয়েই সমঝোতায় আসতে পারেনি কোনও পক্ষ। জানা গেছে, চুক্তি নিয়ে কয়েক মাস ধরেই দুই পক্ষের মধ্যে টানাপোড়েন চলছিল। অবশ্য এর কারণও ছিল। নেইমারের সঙ্গে তাদের সর্বশেষ চুক্তিটি ছিল ১১ বছরের পুরনো। যেটি শেষ হওয়ার কথা ছিল ২০২২ সালে। আর এই চুক্তিটি ছিল ১০৫ মিলিয়ন ডলারের। এদিকে নেইমারের সঙ্গে যে চুক্তিটা হচ্ছেই, এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিউমা।