ডিফেন্ডার হিসেবে ট্রান্সফার ফি’র বিশ্বরেকর্ড গড়ে ২০১৯ সালে লেস্টার সিটি থেকে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সাড়ে ৮ কোটি পাউন্ড মূল্যের সেন্টার ব্যাক অধিনায়কের আর্মব্যান্ড পরে ম্যানচেস্টার ইউনাইটেডকে এবার প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান পাইয়ে দিয়েছেন, স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের পর যা দ্বিতীয় সেরা ফল। কিন্তু বান্ধবী ফার্ন হকিন্সকে নিয়ে গ্রিসে ছুটি কাটাতে গিয়ে কী ঝামেলাতেই না পড়লেন তিনি! পুলিশের সঙ্গে গোলমাল করায় হাতে উঠেছে হাতকড়া, যেতে হয়েছে শ্রীঘরে।
ব্রিটেনের ডেইলি মেইলের খবর অনুযায়ী ম্যাগুইয়ার গ্রিসের মাইকোনোস দ্বীপে নৈশ বিহারে ছিলেন বন্ধুদের সঙ্গে। সেখানেই পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করে তিনি গ্রেফতার হয়েছেন। আসলে দুটি ইংলিশ দলের মধ্যে মারামারি চলছিল, খবর পেয়ে তাদের ঠেকাতে যায় পুলিশ। এদের মধ্যে খুবই উত্তেজিত ছিলেন ম্যাগুইয়ার, গালাগালি করতে করতে দুই পুলিশ কর্মকর্তার ওপর চড়াও হন তিনি।
পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে ম্যাগুইয়ারসহ আরও দুই ইংলিশ ফুটবলারকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং এই তিনজনকেই একসঙ্গে রাত কাটাতে হয়েছে হাজত খানার একটি কক্ষে। এদের আঘাতে দুই পুলিশ কর্মকর্তা মুখে আঘাত পেয়েছেন। শুক্রবার দিনের শেষদিকে ম্যাগুইয়ারদের নিকটবর্তী সাইরোস দ্বীপে রাষ্ট্রীয় কৌসুলির কাছে হাজিরা দেওয়ার কথা।
আগেরদিন ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ মার্কাস রাশফোর্ড ও ব্রেন্ডন উইলিয়ামসকে লাভ আইল্যান্ড তারকা ক্রিস হিউজ ও স্নুকার খেলোয়াড় জুড টাম্পের সঙ্গে সান্তানা বারের পুল পার্টিতে আড্ডা দিতে দেখা গেছে।
ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, ক্লাব হ্যারি ম্যাগুইয়ারের বিরুদ্ধে গত রাতে ওঠা এই অভিযোগ সম্পর্কে অবগত। হ্যারির সঙ্গে ক্লাবের যোগাযোগ হয়েছে, তিনি গ্রিক কর্তৃপক্ষকে সম্ভব সবরকম সহযোগিতা করছেন।
২৭ বছর বয়সী ম্যাগুইয়ার লড়াকু ডিফেন্ডার। এ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৮টি ম্যাচ খেলে নতুন এক রেকর্ড গড়েছেন। অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস লিগের টিকিট এনে দিয়েছেন ইউনাইটেডকে। ইউরোপা লিগের সেমিফাইনালে তুলেছিলেন দলকে। সেখানেই কদিন আগে স্পেনের সেভিয়ার কাছে হেরে যায় দল। সেমিফাইনালটা জিতলে আজ তাদের ইন্টার মিলানের সঙ্গে ফাইনাল খেলতে দেখা যেতো জার্মানিতে।
অনেকেই ইউরোপা লিগের সেমিফাইনাল-ব্যর্থতার সঙ্গে মেলাচ্ছেন ম্যাগুইয়ারের এই আচরণকে। মানসিকভাবে বিধ্বস্ত তিনি। গত সপ্তাহে সেভিয়ার কাছে হারের পর তিনি বলেছিলেন, ‘ফাইনালে ওঠাটা আমাদের প্রাপ্য ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনালেই বাদ পড়ে গেলাম, মৌসুমে তৃতীয়বারের মতো। এটা আমাদের কাছে বড় আঘাত। ছেলেরা বিধ্বস্ত। দুর্দান্ত সব খেলোয়াড় আমাদের, যারা জানে ক্লাবের হয়ে খেলাটা কত বড়। এ অবস্থায় পরাজয়টা মেনে নেওয়া যায় না।’