X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

অসাধারণ সব রেকর্ড ভেঙে করোনা-বিধিও ভাঙলেন তিনি!

স্পোর্টস ডেস্ক
১২ আগস্ট ২০২০, ১৫:৫৮আপডেট : ১২ আগস্ট ২০২০, ১৬:০৮

জর্ডান কক্স। এই সপ্তাহে কেন্টের হয়ে অনেকগুলো রেকর্ড ভেঙেছেন ১৯ বছর বয়সী জর্ডান কক্স। বব উইলিস ট্রফিতে খেলতে গিয়ে রেকর্ড বইয়েও জায়গা করে নিয়েছেন। এই রেকর্ড ভাঙা-গড়ার খেলায় তার মনেও ছিল না যে, করোনা বিধি ভাঙা যায় না। রেকর্ড গড়ে প্রশংসিত হয়েও নিয়ম ভাঙার অপরাধে কক্সকে বাদ দেওয়া হয়েছে দলের পরবর্তী ম্যাচ থেকে।

করোনাকালে সামাজিক দূরত্ব রক্ষাই মূল মন্ত্র। কিন্তু রেকর্ড গড়ে রাতারাতি খ্যাতি পেয়ে যাওয়া কক্স সে বিষয়টিই ভুলে গিয়েছিলেন। ম্যাচের পর ভক্তদের অনুরোধে তাদের সঙ্গে ছবি তুলতে গিয়েছিলেন!

অবশ্য অনাকাঙ্ক্ষিত ভুলটি পরে বুঝতে পেরেছেন তিনি। সবার কাছে ক্ষমা চেয়ে কক্স বলেছেন, ‘আমার পরিণতিগুলো বুঝতে পারছি। তাই সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি।’ এই অবস্থায় তাকে বাধ্যতামূলকভাবেই আইসোলেশনে থাকতে হবে। পরের ম্যাচে থাকতে না পারায় আফসোসও করছেন তিনি, ‘পরের ম্যাচটা কী পরিমাণ মিস করবো, তা এখন অনুভব করতে পারছি। তবে আমি পুরো দলকেই হতাশ করেছি।’

অবশ্য এমন খ্যাতি তার প্রাপ্যই। কেন্টের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন। সাসেক্সের বিপক্ষে উপহার দিয়েছেন ২৩৮ রানের অপরাজিত ইনিংস। পেছনে ফেলেছেন ১৯৯১ সালে নিল টেইলরের গড়া অপরাজিত ২০৩ রানের ইনিংসটিকে। শুধু তাই নয়, কাউন্টি ক্রিকেটে ৫৭ বছরের রেকর্ডও ভেঙেছেন তিনি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিকে ডাবলে রুপান্তরিত করতে ২১১ রান করেছিলেন ডেভিড নিকোলস। কিন্তু কক্স প্রথম সেঞ্চুরিকে ডাবলে রুপান্তরিত করে অপরাজিত থাকলেন ২৩৮ রানে।

এ সময়ে তার সঙ্গী আরেক ডাবল সেঞ্চুরিয়ান জ্যাক লিনিংয়ের (২২০*) সঙ্গে মিলে ৪২৩ রানের জুটিও গড়েছেন কক্স। যা কেন্টের প্রথম শ্রেণির ক্রিকেটের সর্বোচ্চ রানের জুটি। ২০১৭ সালে সর্বশেষ রেকর্ড জুটিটি ছিল ৩৮২ রানের। এর পরেই সাসেক্সকে এক ইনিংস ও ২৫ রানে হারিয়েছে কেন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
মাখন কীভাবে বানাবেন জেনে নিন
মাখন কীভাবে বানাবেন জেনে নিন
ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহ করা হবে: পরিবেশ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’