X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

সাকিব-তামিমকে ছাড়া ভারতকে সামলানো কঠিন: যোশী

স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ১৫:১৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৫:৪৪

সুনীল যোশী। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত-বাংলাদেশের প্রথম টেস্ট। ইন্দোরে শুরু হতে যাওয়া এই সিরিজে দুই অভিজ্ঞ তারকাকে ছাড়া খেলতে নামছে বাংলাদেশ। টাইগারদের সাবেক স্পিন বোলিং কোচ সুনীল যোশী মনে করেন অভিজ্ঞ দুই ব্যাটসম্যানকে ছাড়া ভারতকে সামলানো কঠিন বাংলাদেশের জন্য।

নিষেধাজ্ঞার কারণে দলে নেই অলরাউন্ডার সাকিব। আর সন্তান সম্ভবা স্ত্রীকে সময় দিতে ছুটিতে আছেন বামহাতি ওপেনার তামিম।

ভারতের সাবেক এই স্পিনার ভালো করেই স্বাগতিকদের কন্ডিশন সম্পর্কে অবগত। তাই তিনি মনে করেন ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিপক্ষে স্কোর বোর্ডে যথেষ্ট রান প্রয়োজন সফরকারীদের, ‘ভারতের ব্যাটিং লাইন আপ যথেষ্ট শক্তিশালী। সম্প্রতি প্রোটিয়াদের বিপক্ষে তাদের ব্যাটিং আধিপত্য আমরা দেখেছি। তাদের চাপে ফেলতে হলে স্কোর বোর্ডে পর্যাপ্ত রান প্রয়োজন। কিন্তু সাকিব-তামিম না থাকায় সফরকারীদের জন্য তা সহজ হবে না।’

স্বাগতিক ভারত এখন আর স্পিন নির্ভর দল নয়। পেস আক্রমণে যথেষ্ট শক্তিশালী তারা। সেই কথা মনে করিয়ে দিয়ে যোশী বললেন, ‘ঘরের মাঠে ভারত এখন আর স্পিনারদের ওপর নির্ভর করে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওদের পেসাররা কী করেছে এর প্রমাণ তারা দিয়েছে।’

টেস্টে ভালো করতে হলে বাংলাদেশকে কী করতে হবে তার একটা নমুনা দিয়েছেন যোশী, ‘ওদের অভিজ্ঞ ক্রিকেটার বলতে তামিম, সাকিব, মুমিনুল, মাহমুদউল্লাহ ও মুশফিকুর। এদের কাছ থেকে প্রতিরোধ প্রত্যাশিত। কিন্তু বাকিদের টেস্টে ভালো করতে হলে এই ফরম্যাটের মেজাজে খেলতে হবে। অ্যাপ্রোচে আরও বেশি স্মার্ট হতে হবে। বোলারদের আরও বেশি শৃঙ্খলার মধ্যে থাকতে হবে।’

যোশী আরও মনে করেন ভারতের অভিজ্ঞ ব্যাটিং লাইন আপের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে তরুণ স্পিনার তাইজুল, মেহেদী ও নাঈম হাসানকে।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ