X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

গোল করে নিজেই অবাক ইয়াছিন আরাফাত!

তানজীম আহমেদ, চট্টগ্রাম থেকে
২০ অক্টোবর ২০১৯, ১৬:৩২আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৬:৩৮

গোলের পর ইয়াছিন আরাফাতের উল্লাস সময়ের আলোচিত ফুটবলার ইয়াছিন আরাফাত। মাত্র ১৮ বছর বয়সে অভিষেক হয়েছে জাতীয় দলে। পাশাপাশি অনূর্ধ্ব-১৮ দলেও অধিনায়ক হিসেবে খেলছেন। এবার শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলে ‘অতিথি’ হিসেবে খেলছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে। শনিবার প্রথম ম্যাচে নেমেই দেখা পেয়েছেন ‍অসাধারণ এক গোলের! সেই গোলের পর থেকে প্রশংসায় ভাসছেন তরুণ এই ডিফেন্ডার।

ম্যাচটায় দ্রুত ওভারল্যাপ করে বাঁ প্রান্ত থেকে ভাসিয়েছিলেন বাঁকানো ক্রস। মালদ্বীপের টিসি স্পোর্টসের গোলকিপারকে ফাঁকি দিয়ে তা চলে যায় জালে। এমনিতে ১ কোটি ৬০ লাখ টাকা রিলিজ ক্লজে সাইফের সঙ্গে চুক্তি করে হইচই ফেলে দিয়েছেন ইয়াছিন আরাফাত। তৃতীয় বিভাগ থেকে সরাসরি প্রিমিয়ার ফুটবল লিগে অভিষেক হয়েছে সাইফ স্পোর্টিংয়ের হয়ে। চট্টগ্রাম আবাহনীর হয়ে ক্লাব ফুটবলে এবারই প্রথম গোলের দেখা পেলেন। এই গোল পেয়ে আরাফাত নিজেও খুব অবাক। বাঁ প্রান্ত থেকে ভাসিয়ে দিতে চেয়েছিলেন ক্রস, যেন বক্সে থাকা সতীর্থ কেউ মাথা ছোঁয়াতে পারে। কিন্তু বল সরাসরি জড়িয়েছে জালে!

ইয়াছিন সেই গোলের কথা বলতে গিয়ে জানান, ‘আমি আসলে ক্রস করতে চেয়েছিলাম। যেন ফরোয়ার্ডদের কেউ গোল করতে পারে। কিন্তু বল সরাসরি জালে ঢুকে গেছে। নিজে একটু অবাক হয়েছি। আবার খুশিও হয়েছি। ক্লাব ফুটবলে এটাই আমার প্রথম গোল। তবে এর আগে বয়সভিত্তিক দলে আমার এমন গোল আছে।’

আরাফাতের লক্ষ্য আরও সামনের দিকে এগিয়ে যাওয়া। এই আসরে তিনি চান চট্টগ্রাম আবাহনীর হয়ে চ্যাম্পিয়ন হতে, ‘এখন সামনের ম্যাচগুলোতেও ভালো করতে চাই। আসলে দল যেন চ্যাম্পিয়ন হতে পারে সেই লক্ষ্যে আমরা খেলে যাচ্ছি। একটি টিম হিসেবে খেলার চেষ্টা করে যাচ্ছি।’

অনূর্ধ্ব-১৮ ও জাতীয় দলে পাশাপাশি খেলে যাচ্ছেন। ভুটানের ম্যাচে অভিষেকও হয়েছে। তাতে ভালো অভিজ্ঞতা হচ্ছে তার। আরাফাত বললেন দু’জায়গাতেই উপভোগ করছেন খেলা, ‘দুই জায়গায় খেলার সুযোগ হয়েছে। দুই জায়গায় আমি উপভোগ করছি। যখন যেখানে খেলার সুযোগ পাচ্ছি, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছি। আর জাতীয় দলের ক্যাম্পে থাকার অভিজ্ঞতাই অন্যরকম। সেখানে অনেক কিছু দেখার ও শেখার আছে। ইয়াসিন ভাইরা আমাকে অনেক সহায়তা করে। তাদের খেলা দেখে আমি অনুপ্রাণিত হই।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভিলার দারুণ প্রত্যাবর্তনেও শেষ চারে পিএসজি
ভিলার দারুণ প্রত্যাবর্তনেও শেষ চারে পিএসজি
কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
কক্সবাজারগামী ট্রেনে আগুন, আতঙ্কে লাফ দেওয়া মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু
ডর্টমুন্ডের কাছে বড় হারেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা
ডর্টমুন্ডের কাছে বড় হারেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা
ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৩৮
ফেনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৩৮
সর্বাধিক পঠিত
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
দুর্নীতির মামলায় নুরুল আমিনের ৫ বছরের কারাদণ্ড
দুর্নীতির মামলায় নুরুল আমিনের ৫ বছরের কারাদণ্ড