X
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
২ বৈশাখ ১৪৩২

৫০ লাখ টাকায় শেখ রাসেলে টিটু!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৮, ১৪:৫৯আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৫:০১

সাইফুল বারী টিটু ভালো দল গড়েও সাফল্যের দেখা পাচ্ছে না শেখ রাসেল। এবার তাই বদল হচ্ছে কোচ! শফিকুল ইসলাম মানিকের জায়গায় নতুন কোচ নিচ্ছে তারা। দেশের অন্যতম শীর্ষস্থানীয় কোচ সাইফুল বারী টিটুকে রেকর্ড পারিশ্রমিকে রাজি করিয়েছে শেখ রাসেল। ৫০ লাখ টাকায় আগামী মৌসুমে শেখ রাসেলের হয়ে ডাগ আউটে দেখা যাবে সাবেক এই ডিফেন্ডারকে!

বর্তমানে সাইফুল বারী টিটু আবাহনী কোচের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এএফসি কাপে তার সঙ্গে চুক্তি আছে আগামী মে মাস পর্যন্ত। এরপর নতুন মৌসুমের জন্য শেখ রাসেলের হয়ে মাঠে নেমে পড়বেন। শেখ রাসেলের হয়ে সব কথা-বার্তাই চূড়ান্ত।  সেসব কথা জানিয়ে টিটু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘শেখ রাসেলের হয়ে আগামী মৌসুমে ডাগ আউটে থাকবো-এটা নিশ্চিত। আমার সঙ্গে কর্মকর্তাদের আগেই কথা হয়ে আছে। তারাও নতুন উদ্যোমে শুরু করতে চায়। আমিও তেমনটি চাইছি। দুই পক্ষের মধে কথা-বার্তা মিলে যাওয়াতে শেখ রাসেলের হয়ে কাজ করতে আর সমস্যা নেই।’

এবার রেকর্ড সংখ্যক পারিশ্রমিকের বিনিময়ে শেখ রাসেলে যাচ্ছেন টিটু। চট্টগ্রাম আবাহনীতে ৪০ লাখ টাকা পেয়েছিলেন। নতুন মৌসুমে শেখ রাসেলে এর চেয়ে বেশিই পাচ্ছেন। টাকার অংকে সেটা প্রায় ৫০ লাখ।  জাতীয় দলের সাবেক এই ডিফেন্ডার অবশ্য সরাসরি টাকার অংক বলতে রাজি হননি, ‍‘খেলোয়াড়দের পাশাপাশি কোচদেরও পারিশ্রমিক বাড়ছে। এটা ভালো দিক। চট্টগ্রাম আবাহনীতে থাকতে ভালো পারিশ্রমিক পেয়েছিলাম। এবারো শেখ রাসেলেও তাই পাবো। আগের চেয়ে টাকার অংক বাড়বে।’

শেখ রাসেলে প্রায় ৫০ লাখ টাকা পারিশ্রমিক হলে স্থানীয় কোচদের ক্ষেত্রে রেকর্ডই বলতে হবে। সাইফুল বারী টিটু এর আগে মোহামেডান, শেখ জামাল, আরামবাগ ও চট্টগ্রাম আবাহনীতে কাজ করেছেন। তবে নতুন দল শেখ রাসেল নিয়ে এখনই বেশি মাথা ঘামাতে চাইছেন না। এই মুহূর্তে তার সব চিন্তা-ভাবনা আবাহনীকে নিয়েই, ‘এএফসি কাপে আবাহনী দুটি ম্যাচে সুযোগ পেয়ে গোল করতে পারেনি। এক গোলে হেরেছে। আমাদের হাতে এখন আরও চারটি ম্যাচ আছে। সেই ম্যাচগুলোতে ভালো খেলতে হবে। পয়েন্ট সংগ্রহ করতে হবে। যেন আবাহনী ভালো অবস্থানে থেকে এএফসি কাপের মিশন শেষ করতে পারে।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর
আবার ঝলক দেখিয়ে রিশাদের ৩ উইকেট
আবার ঝলক দেখিয়ে রিশাদের ৩ উইকেট
যশোরে ১৪ বাড়িতে হামলা-লুটপাট, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
যশোরে ১৪ বাড়িতে হামলা-লুটপাট, জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সচিবালয়সহ সব সরকারি দফতরের নিরাপত্তা জোরদার করছে সরকার
সর্বাধিক পঠিত
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
ভারত, নেপাল ও ভুটান থেকে কিছু পণ্যের আমদানি নিষিদ্ধ ঘোষণা
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
দিনব্যাপী আ.লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা ও ভাঙচুর
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আউটসোর্সিং-কর্মীদের জন্য সুবিধা বাড়ালো অন্তর্বর্তী সরকার
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
আমদানি বন্ধের খবরে বেড়ে গেছে চালের দাম
জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ
জনপ্রশাসনের সাবেক সচিবের ছেলে মোরসালিনের ৫৪ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ