X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের ১০ হাজার রান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৮:৪৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৮:৫৪

শ্রীলঙ্কার বিপক্ষে পুল করার মুহূর্তে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে আরেকটি অর্জনের পাশে নাম লেখালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সব সংস্করণ মিলিয়ে দশ হাজার ক্লাবের সদস্য হয়েছেন বাঁহাতি অলরাউন্ডার।  শুক্রবার লঙ্কানদের বিপক্ষে খেলতে নামার আগে তার মোট রান ছিল ৯ হাজার ৯৩৪।  এদিন ৬৭ রান যোগ করে ১০ হাজার ১ রানে পৌঁছেছেন এই অলরাউন্ডার।

শুক্রবার ৬৬ রান পেছনে থেকে ব্যাটিংয়ে নামেন সাকিব। শেষ পর্যন্ত অবশ্য ৬৭ রান করে ফিরতে হয় এই  অলরাউন্ডারকে। তিন ফরম্যাট মিলিয়ে ২৯৪ (টেস্ট ৫১, ওয়ানডে ১৮২ ও টি-টোয়েন্টি ৬১) ম্যাচে সাকিবের রান ১০ হাজার ১। 

২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে ৫০ ওভারের ক্রিকেটে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হয় তার।  কয়েকমাস পরই খুলনাতে একই দলের বিপক্ষে ২০ ওভারের ক্রিকেটে অভিষেক ঘটে।  ২০০৭ সালের মে মাসে ভারতের বিপক্ষে সাদা পোষাকে অভিষেক হওয়ার মধ্য দিয়ে তিন সংস্করণেই খেলতে থাকেন সাকিব।  শুরুতে ব্যাটসম্যান হিসেবে দায়িত্ব পালন করলেও এক বছরের মধ্যে পুরোদমে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন।  শুরুতে ব্যাট হাতে সাফল্য বেশি পাচ্ছিলেন।  তবে বল হাতে তেমন সফল ছিলেন না।  ২০০৮ সালে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ৭ উইকেট নিয়েই নিজেকে ভিন্ন রূপে চেনান তিনি।  এরপর ব্যাট ও বল হাতে সমান তালে বাংলাদেশের বহু জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন বিশ্ব মাতানো এই তারকা।

তিন সংস্করণের ক্রিকেটে সবচেয়ে ছোট সংস্করণেই রান সংখ্যায় সবার উপরে রয়েছেন সাকিব।  ২০ ওভারের ক্রিকেটে সাকিবের রান সংখ্যা ১ হাজার ২২৩।  কোনও সেঞ্চুরি না থাকলেও হাফসেঞ্চুরি রয়েছে ৬টি। ব্যক্তিগত সর্বোচ্চ রান ৮৪।  ওয়ানডে ও টেস্টে ‍দুই ফরম্যাটে তামিমের পরেই অবস্থান করছেন সাকিব।  ১৮২ ওয়ানডেতে সাকিব ৭ সেঞ্চুরি ও ৩৬ হাফসেঞ্চুরিতে ৫ হাজার ১৮৪ রান সংগ্রহ করেছেন।  অন্যদিকে টেস্টে তার রান সংখ্যা ৫১ ম্যাচে ৩ হাজার ৫৯৪ রান। যেখানে ৫টি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে ২২টি হাফসেঞ্চুরি।

সাকিবের মাইলফলকের এই ম্যাচে তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদও মাইলফলক ছুঁয়েছেন। পর পর দুই ম্যাচে হাফসেঞ্চুরি (৮৪* ও ৮৪) করা তামিম তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পার করেছেন। ওয়ানডে ক্রিকেটে ৬ হাজার রান থেকে ৬৬ রান দূরে আছেন তিনি। ১৭৬ ম্যাচে ৯ সেঞ্চুরি ও ৪০ হাফসেঞ্চুরিতে তামিমের রান ৫ হাজার ৯৩৪। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদ তিন ফরম্যাট মিলে পৌঁছে গেছেন ৬ হাজার রানে। শুক্রবার ২৪ রানের ইনিংস খেলে মাহমুদউল্লাহর বর্তমান রান ৬ হাজার ১০। 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারবো’
‘জনমানুষের ঐক্যের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রসর হতে পারবো’
ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র
ইয়েমেনে হামলার বিস্তারিত তথ্য প্রকাশ সীমিত করবে যুক্তরাষ্ট্র
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
অপেক্ষা ঘুচিয়ে আসছে ‘জয়া আর শারমিন’
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস