২০২৫ ব্যাচের ১১৭ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উত্তারার গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গ্লেনরিচ উত্তরা সিনিয়র ক্যাম্পাস মিলনায়তনে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজনে বক্তব্য দেন ভ্যালিডিক্টোরিয়ান আফিয়া নুর। তিনি সহানুভূতি, সম্প্রীতি ও স্মৃতিময় আবেগের বিষয়গুলো তুলে ধরেন তার বক্তব্যে।
গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা’র প্রিন্সিপাল ড. অম্লান কে সাহা বলেন, ‘আজ আমরা আমাদের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সাফল্য, সমৃদ্ধি, অধ্যাবসায় ও অসীম সম্ভাবনা উদযাপন করছি। বিশেষ করে, শেখার প্রতি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা নেতৃত্ব, নিষ্ঠা ও গভীর প্রত্যয় দেখিয়েছে। নিঃসন্দেহে তারা কমিউনিটি ও দেশের জন্য অর্থবহ অবদান রাখতে সক্ষম হবে।’
অধ্যক্ষ শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে গ্র্যাজুয়েট ঘোষণা করার মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়। অনুষ্ঠানে শিক্ষক এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।