X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

যুগান্তকারী ফাইভ-ডি এআই ইনভার্টার টেকনোলজির যমুনা এসি

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৩৮

প্রকৃতিতে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাছাড়া বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের বিরূপ আচরণের ফলে দিন দিন গরমের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, ফলে মানুষের স্বাভাবিক জীবন যাপনে ব্যাঘাত ঘটে। তাপদাহ থেকে প্রশান্তি পেতে মানুষ এসি কিনে থাকেন। তাইতো ক্রেতাদের কেনার ক্ষমতা বিবেচনা করে যমুনা এসি সর্বাধুনিক প্রযুক্তির সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী বিশ্বমানের এসি উৎপাদন ও বাজারজাতকরণ করছে।

রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ ভিজ্ঞপ্তিতে এ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিগত উৎকর্ষতা, ফাইফ-ডি এসি ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ বিল কম হওয়াতে যমুনা এসি মধ্যবিত্ত এমনকি নিম্ন মধ্যবিত্তের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি নাম।

বিশ্বমানের যমুনা এসি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে এবং সঠিক তাপমাত্রায় শীতলতার নিশ্চয়তা দেয়। যমুনা এসির জিরো পয়েন্ট ফাইভ ডব্লিউ স্ট্যান্ডবাই পাওয়ার কনজামশন মুড বিদ্যুৎ বিল করবে নিয়ন্ত্রিত ও স্বাভাবিক।

সঠিক এসি বেছে নিতে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ তা হল ক্যাপাসিটি, মূল্য, বিদ্যুৎ সাশ্রয়, বাতাসের গুণগতমান, বাতাসকে শীতল করার দ্রুততা, ওয়ারেন্টি, ইনস্টলেশন এবং সর্বোপরি সার্ভিসিং সুবিধা।

আর এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই যমুনা তৈরি করছে অত্যাধুনিক প্রযুক্তির এসি, যা ইতিমধ্যে বাজারে ক্রেতাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।

যমুনা স্মার্ট ইনভার্টার এসিতে রয়েছে ‘পিএম ২ দশমিক ৫ ফিল্টার’ যার ‘হাই প্রেশার আইওনাজেইশন’ এবং ‘ন্যানো কোল্ড ক্যাটালিস্ট ডাস্ট কালেকটিং টেকনোলজি’ ব্যবহার করে ঘরের ভেতর থাকা ক্ষুদ্রতম (২ দশমিক ৫ মাইক্রোন্সের নিচে) ধুলিকণা পরিশোধন করতে পারে যা বাতাসের বিশুদ্ধতা নিশ্চিত করে।

যমুনা এসির ‘কোল্ড প্লাজমা টেকনোলজি– এয়ার আয়োনাজেইশন’-এর মাধ্যমে মানসিক অবসাদ দূর করে ও আপনার ঘরকে রাখে সংক্রমন মুক্ত এবং শরীরের প্রাণ চাঞ্চলতা বৃদ্ধি করে।

একই সঙ্গে যমুনা এসির ‘ভিটামিন-সি ফিল্টার’-এর কারণে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকে। ফলে আপনার ত্বক থাকে সতেজ ও সুরক্ষিত। এছাড়াও যমুনা এসির ‘সিলভার আয়ন ফিল্টার’ এবং ‘ডিজার্মিং ফিল্টার’ বাতাসের ক্ষতিকারক ব্যাক্টেরিয়া প্রতিরোধ করে এবং ঘরের বাজে দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। আর এই সবকিছুই একসাথে রয়েছে একমাত্র যমুনা এসিতে, যা নিশ্চিত করে ৯৯ শতাংশ বিশুদ্ধ বাতাস।

যমুনা এসির ‘সেলফ ক্লিনিং টেকনোলজি’ রিমোটের মাত্র একবার ক্লিন বাটনটি চেপে এসির ‘এভাপোরেটর’-এ জমে থাকা ধূলিকণা ও দূর্গন্ধ দূর করে খুব সহজেই।

শক্তিশালী ‘অ্যান্টি-ভাইরাস ফিল্টার’ ভাইরাস-কে প্রতিহত করে ও এতে থাকা ‘বিল্ট ইন থার্ড ইউভিসি লাইট’ ৯৯ শতাংশ ভাইরাসকে ধ্বংস করে সুনিশ্চত করে প্রকৃতির মতোই স্বাস্থ্যকর ও সতেজ বাতাস।

আকর্ষণীয় মূল্যছাড়, কিস্তি সুবিধা, জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধাসহ যমুনা এসি কিনতে নিকটস্থ প্লাজায় ভিজিট করুন।

অনলাইনে কিনতে ভিজিট করুন: www.estorejamuna.com

/এমকেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৩১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৬৩১
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়
এনসিপি নেতাদের সঙ্গে আনফ্রেলের মতবিনিময়
রোদে পুড়ে যাওয়া ত্বকের জন্য ঘরে তৈরি ৫ প্যাক
রোদে পুড়ে যাওয়া ত্বকের জন্য ঘরে তৈরি ৫ প্যাক
প্রশাসনের আড়ালে আ.লীগকে পুনর্বাসনের পাঁয়তারা হচ্ছে: এনসিপি
প্রশাসনের আড়ালে আ.লীগকে পুনর্বাসনের পাঁয়তারা হচ্ছে: এনসিপি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান
তিন স্তরে ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম কমছে, মোবাইল অপারেটরদের প্রতিও আহ্বান