ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গর্বের সঙ্গে স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপন করেছে। যেখানে মহান মুক্তিযুদ্ধের
বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (২৫ মার্চ) আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন ইউল্যাব-এর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো। তিনি শুভেচ্ছা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা আলী আহাম্মেদ জিয়াউদ্দীন। তিনি মুক্তিযুদ্ধের গৌরবগাথা, স্বাধীনতার অর্জন এবং
ব্যক্তিগত অভিজ্ঞতা প্রাণবন্তভাবে তুলে ধরেন। যা মুক্তিযোদ্ধাদের অসামান্য সাহস ও আত্মত্যাগের চিত্র ফুটিয়ে তোলে।
ইউল্যাব মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ ও উদযাপনে প্রতিশ্রুতিবদ্ধ এবং শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের মূল্যবোধ জাগ্রত করতে অঙ্গীকারবদ্ধ।