X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২
প্লাস্টিক ব্যবহার ও বাস্তবতা বিষয়ক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৪

রাষ্ট্রীয় কর্মসূচি ও পরিকল্পনায় তরুণদের যুক্তির প্রতিফলন ঘটানোর আহ্বান

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২২:০৯

ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইউনিডো) এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) আয়োজিত প্লাস্টিক ব্যবহার ও বাস্তবতা বিষয়ক বিশ্ববিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় বিতর্ক প্রতিযোগিতা- ২০২৪’ এর বিতর্কের সমাপনী অনুষ্ঠান হয়েছে।

প্লাস্টিক দূষণ সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়াতে এবং প্লাস্টিক পণ্যের টেকসই ব্যবহার অনুপ্রাণিত করার এই বিতর্ক প্রতিযোগিতার সামাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৭ ডিসেম্বর) ঢাকায় বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান হয়। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতায় সারাদেশের ৩৬টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। পাশাপাশি প্রতিযোগীদের শেষদিনে কর্মশালায় অংশ নেয় তিন শতাধিক শিক্ষার্থী।

ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেট অর্গানিজেশন চ্যাম্পিয়ন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি রানার আপ হয়। বিজয়ী দলের প্রাপ্তি দে তাপসী ফাইনালের সেরা বিতার্কিক পুরো টুর্নামেন্টের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তপন কুমার বিশ্বাস। রাষ্ট্রীয় কর্মসূচি ও পরিকল্পনায় তরুণদের যুক্তির প্রতিফলন ঘটানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দায়িত্বশীল নাগরিক। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবেশগত চ্যালেঞ্জগুলির মধ্যে অন্যতম হল প্লাস্টিকের যথাযথ ব্যবহার এবং ব্যবস্থাপনা। এটি মোকাবেলার জন্য শুধুমাত্র সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে না বরং আমরা শিক্ষার্থীদেরকে প্রয়োজনীয় জ্ঞান প্রদান এবং সমালোচনামূলক চিন্তা দক্ষতার বিকাশের মাধ্যমে একটি ভবিষ্যত প্রজন্ম গড়ে তুলছি যাতে তারা দায়িত্বশীল নাগরিকে পরিণত হয়।’

বিডিএফের সাধারণ সম্পাদক জিহাদ আল মেহেদীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতর, জাতিসংঘের বিভিন্ন দফতর ও দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীদের পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ইউনিডো’র প্লাস্টিক রিসাইক্লিং অ্যান্ড কনজিউমার অ্যাওয়ারনেস বিষয়ক জাতীয় বিশেষজ্ঞ মাহবুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক সত্য ভট্টাচার্য, বিডিএফের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহমুদুল আলম রাসেল, নাশীর উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক নাইম মাহমুদসহ আরও অনেকে।

/এমকেএইচ/
সম্পর্কিত
উপদেষ্টা আসিফের বই: অফলাইন-অনলাইনে চলছে ‘ইতিহাস’ উপস্থাপন নিয়ে বিতর্ক
‘সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’ নিয়ে বিতর্ক
ট্রাম্পের মনোনীতরা পরিবর্তন আনবেন: রিপাবলিকান নেতা
সর্বশেষ খবর
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
পারভেজ হত্যাকাণ্ডে নিয়ে অপপ্রচার চালাচ্ছে ছাত্রদল: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
শিরোপার একেবারে কাছে লিভারপুল
শিরোপার একেবারে কাছে লিভারপুল
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
সর্বাধিক পঠিত
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক