X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

৯ মাসে ব্র্যাক ব্যাংকের মুনাফা ১ হাজার ১১ কোটি টাকা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ নভেম্বর ২০২৪, ১৯:২৩আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১৯:২৩

চলতি বছরের প্রথম ৯ মাসে ব্র্যাক ব্যাংকের সমন্বিত কর পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৭৪ শতাংশ বেড়ে ১ হাজার ১১ কোটি টাকায় উন্নীত হয়েছে। এককভিত্তিতে ব্যাংকটির কর পরবর্তী নিট মুনাফা ৬৪ শতাংশ বেড়ে ৮২৭ কোটি টাকা দাঁড়িয়েছে। এ সময় ব্যাংকটি ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখে ব্যালেন্স শিটে ২৬ শাতংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্র্যাক ব্যাংকের গ্রাহক আমানত ৩৪ শতাংশ বেড়ে ৬১ হাজার ৬০২ কোটি টাকায় পৌঁছেছে। অন্যদিকে গ্রাহক ঋণের পরিমাণ ১৪ শতাংশ বেড়ে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ৫৭ হাজার ৪১৩ কোটি টাকা দাঁড়িয়েছে। ব্যবসা ও বিনিয়োগ উভয় ক্ষেত্রেই প্রবৃদ্ধি অর্জন এবং ফান্ডেড ও নন-ফান্ডেড আয়ের উল্লেখযোগ্য বৃদ্ধির মাধ্যমে ব্যাংকটি আগের বছরের একই সময়ের তুলনায় সামগ্রিক আয়েও ৩৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকটির উল্লেখযোগ্য অর্জন হলো– সমন্বিত শেয়ার প্রতি আয় ২০২৩ সালের একই সময়ে থাকা ২ টাকা ৯৭ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষে ৪ টাকা ৯২ পয়সায় উন্নীত হয়েছে; সমন্বিত শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ২০২৩ সালের একই সময়ের তুলনায় ২৫ টাকা ১০ পয়সা থেকে বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বর শেষে ৪৯ পাকা ৫১ পয়সায় উন্নীত হয়েছে; ২০২৪ সালের তৃতীয় প্রান্তিক শেষে সমন্বিত শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু ২০২৩ সালের ডিসেম্বরে ৩৭ টাকা ৬০ পয়সার তুলনায় বৃদ্ধি পেয়ে ৪২ টাকা ৩৮ পয়সা হয়েছে।

আর্থিক সাফল্য সম্পর্কে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘আমাদের ব্যাংকের সামগ্রিক পারফরম্যান্স ক্রমবর্ধমান গ্রাহকদের সেবা দেওয়া এবং গ্রাহকদের পরিবর্তনশীল আর্থিক প্রয়োজন পূরণের বিষয়ে আমাদের সক্ষমতাকে তুলে ধরে। ইন্ডাস্ট্রি-অ্যাভারেজের চেয়েও দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া ধারাবাহিক প্রবৃদ্ধির মূলে রয়েছে আমাদের প্রতি গ্রাহকদের অবিচল আস্থা।’

/আরকে/
সম্পর্কিত
ইস্টওয়েস্টের শিক্ষার্থীদের ‘ফি কালেকশন’ সেবা দেবে ব্র্যাক ব্যাংক 
ক্ষমা চাইলেন ব্র্যাক ব্যাংকের এমডি
ব্র্যাক ব্যাংকের এমডির বক্তব্যে ক্ষুব্ধ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা
সর্বশেষ খবর
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
যশোরের সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৩ আওয়ামী লীগ নেতা আটক
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
এনসিপি ‘গঠনতন্ত্র প্রণয়ন কমিটি’ গঠন
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
৩য় প্রান্তিক শেষে ওয়ালটনের মুনাফা ৬৯৬ কোটি টাকা
সর্বাধিক পঠিত
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
উপদেষ্টা আসিফ মাহমুদ ও নূরজাহানের পদত্যাগ দাবি
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক