সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ৫২০তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এম. সাদিকুল ইসলাম। এতে আরও ছিলেন– ব্যাংকের ভাইস চেয়ারম্যান মাকসুদা বেগম, পরিচালনা পর্ষদের সদস্য মো. মোরশেদ আলম খন্দকার, মো. আনোয়ার হোসেন, পরিচালক (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ফোরকানুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল হান্নান খান, কোম্পানি সেক্রেটারি মো. নাজমুল আহসান প্রমুখ।