X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

অবিশ্বাস্য ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের হেলিও ৯০ বাজারে

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৩ অক্টোবর ২০২৪, ২১:২৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ২১:২৭

এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও তাদের লাইনআপে উদ্বোধন করলো নতুন স্মার্টফোন হেলিও ৯০। ১৯ হাজার ৯৯৯ টাকার এই স্মার্টফোনে রয়েছে বর্তমান বাজারে দাম অনুযায়ী সবচেয়ে অত্যাধুনিক ফিচার।

উদ্বোধনী অনুষ্ঠানে হেলিও ৯০ সম্পর্কে এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, ‘এডিসন গ্রুপ সব সময় চেষ্টা করে সাধারণ মানুষের সাধ্যের মধ্যে উন্নত প্রযুক্তির হ্যান্ডসেট সরবরাহ করার জন্য। হেলিও ৯০ এ রকমই একটি প্রচেষ্টার ফসল।’

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলিও ৯০-তে আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেম। একেবারে লেটেস্ট অ্যান্ড্রয়েড থাকার কারণে ব্যবহারকারীরা পাবেন গুগলের সব অত্যাধুনিক ফিচার এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেইস। এ ছাড়া অ্যান্ড্রয়েড ১৪-এ গ্রাহকরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, অ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।

হেলিও ৯০ স্মার্টফোনে আছে ৬ দশমিক ৭ ইঞ্চি ১২০ হার্জের ফুল এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে এবং এক্সট্রা প্রোটেকশন হিসেবে আছে কর্নিং গরিলা গ্লাস ৫। এ ছাড়া আছে ইনডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর। কন্টেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লে টি আপনাকে দেবে অসাধারণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স।

চিপসেট হিসেবে হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেকের গেমিং চিপসেট ৬ ন্যানোমিটার হেলিও জি৯৯ এবং প্রসেসরে আছে বিদ্যুৎ গতির ২ দশমিক ২ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দেবে মাল্টিটাস্কিং, স্মুথ অ্যাপ ট্রানজিশন এবং ভারী গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। এতে আছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি UMCP5 টাইপ ইন্টার্নাল স্টোরেজ, যা দিয়ে আপনি স্টোর করতে পারবেন অনেক অনেক অ্যাপ্লিকেশন, ছবি বা ভিডিও। UMCP5 মেমরি প্রযুক্তি থাকার কারণে ডেটা ট্রান্সফার হবে অনেক দ্রুত। এ ছাড়া এক্সটার্নাল মেমোরি কার্ডের মাধ্যমে ইন্টার্নাল স্টোরেজ বাড়ানো যাবে ৫১২ জিবি পর্যন্ত।

ফটোগ্রাফি প্রেমীদের জন্য, হেলিও ৯০ নিয়ে এসেছে ৬৪ মেগাপিক্সেলের এআই চালিত প্রাইমারি ক্যামেরা, যার সঙ্গে অটো-ফোকাস এবং f/1.8 অ্যাপারচার রয়েছে, যা স্বল্প আলোতেও উজ্জ্বল ও ভালো মানের ছবি তুলতে সক্ষম। এ ছাড়া সঙ্গে রয়েছে একটি ২MP ম্যাক্রো লেন্স, যা ব্যবহারকারীদের তোলা ছবির সূক্ষ্ম ডিটেইলস সহজেই ক্যাপচার করতে সক্ষম। ৩২MP ফ্রন্ট ক্যামেরাসহ ফেস ফোকাস ফিচারটি ব্যবহারকারীর সেলফিগুলো হবে নিখুঁত এবং ভিডিও কল হবে অত্যন্ত মসৃণ, যা সোশ্যাল মিডিয়া প্রেমীদের জন্য একটি অত্যাবশ্যকীয় বৈশিষ্ট্য।

হেলিও ৯০-তে রয়েছে ৫০০০mAh লি-পলিমার ব্যাটারি, যা সারা দিন ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী যা-ই করুক না কেন, এই ব্যাটারি ব্যবহারকারীর লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া চার্জিংয়ের ক্ষেত্রে ৩৩W ফাস্ট চার্জার দ্রুত চার্জিং নিশ্চিত করে হেলিও ৯০ ফোনটি ৪G/৩G/২G, Wi-Fi, GPS-AGPS, BeiDou /GLONASS/Galileo এবং OTG ব্যবহার করার মতো ডিজাইন করা হয়েছে, যা ব্যবহারকারীর যেকোনও প্রয়োজন মেটাতে সক্ষম।

যখন নিরাপত্তার কথা আসে, ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এ ছাড়া জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সরের পাশাপাশি জাইরোস্কোপ সেন্সর এবং ম্যাগনেটিক সেন্সরও আছে এই হ্যান্ডসেটটিতে। তা ছাড়া হ্যান্ডসেটতিতে আরও কিছু স্পেশাল ফিচার আছে যেমন, ডুয়াল ক্যামেরা মোড, এন্টি থেফট অ্যালার্ম, এজ লাইটিং মোড, নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি।

অবিশ্বাস্য ফিচার ও প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে তিনটি চমৎকার রঙের অপশন–স্পেস ব্ল্যাক, থান্ডার হোয়াইট এবং কসমিক গোল্ডসহ হেলিও ৯০ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে এনে দেবে সৌন্দর্য ও নান্দনিকতা। স্লিম ডিজাইন ও উজ্জ্বল রঙসহ এই স্মার্টফোন কেবল অসাধারণ পারফরম্যান্সই দেয় না, এটি দেখতে এবং হাত দিয়ে ধরতেও প্রিমিয়াম অনুভূতি দেবে।

/এনএআর/এনএআর/
সম্পর্কিত
গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীচিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে জেলা প্রশাসন
স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাম্প
চুরি-ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফোন ফেরত পেলেন মালিকরা
সর্বশেষ খবর
মেঘনা সেতুতে উল্টে গেছে ট্রাক, ৮ কিলোমিটার যানজট
মেঘনা সেতুতে উল্টে গেছে ট্রাক, ৮ কিলোমিটার যানজট
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
ট্রাক-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
সুন্দরবনে আবারও দস্যু আতঙ্কে জেলে-বনজীবীরা
দুর্দান্ত প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে সেমিফাইনালে ম্যানইউ
দুর্দান্ত প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে সেমিফাইনালে ম্যানইউ
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ভাসানচরকে চট্টগ্রামের সন্দ্বীপে অন্তর্ভুক্ত না করতে আইনি নোটিশ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, উভয় পাশে যান চলাচল বন্ধ
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো