সম্প্রতি দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীরা যে কষ্ট এবং কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি)। শিক্ষার্থীদের জরুরি চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সেবা দিতে একটি
‘জরুরি সেবা প্রদান টিম’ গঠন করেছে বিশ্ববিদ্যালয়টি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়, এআইইইউবি’র যে সব শিক্ষার্থী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বর্তমান পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের নিয়ে এআইইইউবি কর্তৃপক্ষ গভীরভাবে উদ্বিগ্ন।
ছাত্র-ছাত্রীদের সুস্থতা এবং সার্বিক নিরাপত্তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, এআইইউবি এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে সহযোগিতা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সেবা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য একটি ‘জরুরি সেবা প্রদান টিম’ গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনে এআইইউবি ওয়েবসাইটে প্রদত্ত হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আমরা এই কঠিন সময়ে শিক্ষার্থীদের এবং তাদের পরিবারকে যথাযোগ্য সহায়তা প্রদান করার জন্য প্রস্তুত। এআইইউবি কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছে।