চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের (সিইএবি) সঙ্গে একটি চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক। গত ২ জুলাই রাজধানীর বারিধারায় সিইএবি কার্যালয়ে এ চুক্তি সই হয়। ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান এবং সিইএবির ভাইস প্রেসিডেন্ট ওয়াং হং বো চুক্তিতে সই করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিইএবির সদস্যদের আরও বিস্তৃত পরিসরে ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে এ চুক্তি করা হয়েছে। এই চুক্তির ফলে এখন থেকে সিইএবির সদস্যরা ব্র্যাক ব্যাংক থেকে অগ্রাধিকারমূলক ব্যাংকিং সেবার পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ উদ্যোগের অংশ হিসেবে ব্র্যাক ব্যাংক নিজেদের করপোরেট ব্যাংকিং ডিভিশনে একটি ‘চায়না ডেস্ক’ চালু করেছে। সেখানে চীনা ব্যবসায়ীদের প্রয়োজনমতো সেরা ব্যাংকিং সেবা দেওয়ার জন্য ম্যান্ডারিন ভাষায় পারদর্শী কর্মী নিয়োজিত থাকবেন।