মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ সম্প্রতি দেশের ১৪ থেকে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য নিয়ে এসেছে বিকাশ স্টুডেন্ট একাউন্ট। অভিনেতা আফরান নিশোর সঙ্গে ক্যাম্পেইনের বিজ্ঞাপনটি নতুন রূপে উপস্থাপন করেছেন ৫০ জনেরও বেশি ইনফ্লুয়েন্সার। এর মাধ্যমে দেশের ডিজিটাল জগতে প্রথমবারের মতো ৫০টিরও বেশি ভিডিও কনটেন্ট নিয়ে কোনও ক্যাম্পেইন লঞ্চ করলো। বুধবার (১২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ক্যাম্পেইনের মাধ্যমে রাবা খান, আমিন হান্নান চৌধুরী, কিটো ভাই, হামজা শায়ান খান, মাইসুন’স ওয়ার্ল্ডের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের ইউনিফর্ম পড়া স্টুডেন্ট লুকে দেখা যাবে। এই ক্যাম্পেইনে কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিওগুলোর মাধ্যমে তরুণরা বিকাশ স্টুডেন্ট একাউন্ট খোলার জন্য যা যা প্রয়োজন সে সম্পর্কে জানতে পারবে। একাউন্ট খোলার পর বিভন্নি স্পেশাল অফার পাওয়া যাবে সে সম্পর্কেও জানাচ্ছে এই ক্যাম্পেইন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডিজিটাল জন্ম সনদ এবং মা-বাবার সচল বিকাশ একাউন্ট নম্বর দিয়ে স্টুডেন্ট একাউন্ট খোলা যাবে।