X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

শিশুর ত্বকের যত্নে বাজারে এলো ‘সিওডিল বেবি ক্রিম’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ মে ২০২৪, ১১:০০আপডেট : ০৫ মে ২০২৪, ১১:০০

আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল সম্প্রতি দেশের বাজারে নিয়ে এসেছে শিশুদের ত্বকের যত্নে বিশেষভাবে তৈরি সিওডিল বেবি ক্রিম। গত ২৯ থেকে ৩০ এপ্রিল ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি আয়োজিত ‘বিডিএস সামার সিম্পোসিয়াম ২০২৪’-এ এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটির প্রদর্শনী করা হয়।

সিওডিলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, ৪৫০ স্বনামধন্য ডার্মাটোলজিস্টদের এই মিলনমেলায় সিওডিল বেবি ক্রিমটি উন্মোচন করেন বিডিএস প্রেসিডেন্ট অধ্যাপক এহসানুল কবির জগলুল, সেক্রেটারি জেনারেল অধ্যাপক শাহিন রেজা চৌধুরী, অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, অধ্যাপক আব্দুর রউফ ও অধ্যাপক আবু ইউসুফ ভুঁইয়া।

গ্লিসারিন, সোডিয়াম পিসিএ, ট্রেহালোজ, প্যারাফিন, শিয়া বাটার, অ্যালানটোইন এবং সোডিয়াম হায়ালুরোনেটের কার্যকর সংমিশ্রণে প্রস্তুত এই বেবি ক্রিম সর্বোচ্চ হাইড্রেশন ও ময়েশ্চারাইজেশন দিয়ে শিশুর ত্বকের সুস্থতা নিশ্চিত করে।

মাত্র ১০ থেকে ১৪ দিন দৈনিক দুবার ব্যবহারেই এই ক্রিমটি শিশুর ত্বকের ৮০ শতাংশ রুক্ষতা, শুষ্কতা ও অস্বস্তি দূর করে এবং ত্বকের হাইড্রেশনের ৩৫ শতাংশ উন্নতি ঘটায়। বিশেষজ্ঞদের মতে, এতে থাকা কার্যকরী উপাদানগুলো ত্বকের আর্দ্রতা ও হাইড্রেশন বজায় রাখার পাশাপাশি প্রাকৃতিকভাবে পুষ্টি জুগিয়ে শিশুর ত্বককে কোমল ও প্রশমিত করে এনে দেয় স্বস্তি।

প্রতিদিন দুবার শিশুর শুকনো ত্বকে সিওডিল বেবি ক্রিম আলতো করে ম্যাসেজ করাই সুফল পাওয়ার জন্য যথেষ্ট হবে বলছেন বিশেষজ্ঞরা। 

শিশুর ত্বকের যত্ন নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. তাসনুভা খান বলেন, বিভিন্ন পণ্য ব্যবহারে সতর্ক থাকতে হবে। চোরাই পথে আসা মানহীন পণ্য পরিহার করে প্রতিষ্ঠিত ব্র্যান্ডের ব্যবহার পণ্য করাই ভালো।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিডিএস প্রেসিডেন্ট অধ্যাপক এহসানুল কবির জগলুল, সেক্রেটারি জেনারেল অধ্যাপক শাহিন রেজা চৌধুরী ও সিওডিলের এক্সিকিউটিভ ডিরেক্টর সুকান্ত দাস।

অধ্যাপক এহসান বলেন, সিওডিলের পণ্যগুলো সব ধরনের ত্বকের উপযোগী, বাংলাদেশিদের জন্য এটা খুবই ইতিবাচক।

অধ্যাপক শাহিন রেজা বলেন, স্কিন এক্সপার্টদের দ্বারা ফরমুলেটেড ব্র্যান্ড সিওডিল ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভোক্তাদের মন জয় করেছে এবং সিওডিল বেবি ক্রিম শিশুদের স্কিন কেয়ার সেক্টরকে নতুন একটি মাত্রা দেবে বলে আমি আশাবাদী।

সিওডিলের নির্বাহী পরিচালক সুকান্ত দাস জানান, বাংলাদেশে আন্তর্জাতিক মানের অথেনটিক স্কিনকেয়ার পণ্য প্রস্তুত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রিমার্ক এইচবি। এই মহতী উদ্যোগ বাস্তবায়নে এবং শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সিওডিল বেবি ক্রিম জোরালো ভূমিকা রাখবে।

/এনএআর/
সম্পর্কিত
জাফরুর নতুন কমিটি: অডেন সভাপতি ও আকতারুল সাধারণ সম্পাদক
গুরুত্ব দিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনীচিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পুনর্নির্মাণে সহায়তা করবে জেলা প্রশাসন
বিনিয়োগ সম্মেলনে ওয়ালটন পেলো ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’
সর্বশেষ খবর
ছয় দফা দাবিতে আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
ছয় দফা দাবিতে আগারগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠিত
আপিল বিভাগের নতুন দুই বিচারপতির সংবর্ধনা অনুষ্ঠিত
ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান
ফয়জুল করিমকে মেয়র ঘোষণার দাবিতে আদালতের সামনে অবস্থান
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
‘নারী বিচারকের সংখ্যা বৃদ্ধি ন্যায়বিচারের অভিগম্যতা নিশ্চিতের জন্য গুরুত্বপূর্ণ’
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে ডিএমপির বার্তা