X
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

‘৬২ বছর বয়সে আসল জন্মতারিখ জানতে পারি’

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ এপ্রিল ২০২৪, ১৬:৩৮আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৬:৩৮

‘আমি শুধু জানতাম যে বছরে আমার জন্ম হয়েছিল, সে বছর নাকি বঙ্গোপসাগরে ভয়াবহ ঝড় উঠেছিল। মা বলতেন, ওই বছর লবণের দামও ছিল আকাশছোঁয়া। কিন্তু ঠিক কোন তারিখটাতে আমার জন্ম হয়েছিল, সেটা জানা ছিল না।’ এভাবেই বলছিলেন রাজধানীর মিরপুরের বাসিন্দা আলিমুদ্দিন মিয়া।

ফাস্ট ফুড রিটেইল ব্র্যান্ড টেস্টি ট্রিটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি ছোট খাবারের দোকানের মালিক আলিমুদ্দিন মিয়া জন্মগ্রহণ করেছিলেন বরিশালের একটি কৃষক পরিবারে। তার বাবা-মা কখনও জন্মতারিখ লিখে রাখার কথা চিন্তা করেননি। আলিমুদ্দিন মিয়ার জন্মতারিখ কেউ না লিখে রাখলেও তার ছেলে-মেয়েদের জন্মতারিখ তিনি ঠিকই নিবন্ধন করেছেন। প্রতি বছর ঘটা করে পালন করেন সন্তানদের জন্মদিন; তবে জন্মতারিখ জানা না থাকায় কখনও নিজের জন্মদিন পালনের আনন্দ তিনি পাননি।

আলিমুদ্দিন মিয়ার মতো, অনেক বয়স্ক বাংলাদেশির ক্ষেত্রেই জন্মদিন না জানাটা একটি সাধারণ বিষয়। এই মানুষগুলোর সত্যিকারের জন্মদিন যদি খুঁজে বের করা যায়, সেটিই হবে তাদের জন্য জন্মদিনের সবচেয়ে বড় উপহার। এই প্রত্যাশা থেকেই বাংলাদেশের জনপ্রিয় বেকারি চেইন টেস্টি ট্রিট নিয়েছে অজানা জন্মদিন খুঁজে বের করার অভিনব উদ্যোগ।

টেস্টি ট্রিটের উদ্যোগে তৈরি করা হয়েছে কাস্টমড (এআই) মডিউল ‘বেস্ট বার্থডে গিফ্ট’ যা জন্ম তারিখ না জানা মানুষকে খুঁজে দেবে তাদের জন্মদিন। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে একটি ডাটাবেজ, যেখানে জন্মের কাছাকাছি সময়কার কোনও গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলে, তার ভিত্তিতে এআই জন্মের সাল, মাস ও তারিখ বের করে ফেলতে সক্ষম। এভাবে যে কেউ টেস্টি ট্রিটের আউটলেটে এসে সহজেই জেনে নিতে পারবেন নিজের বা প্রিয়জনের অজানা জন্ম তারিখ।

ফেসবুকে টেস্টি ট্রিটের এই ক্যাম্পেইনটির বিজ্ঞাপন চোখে পড়ে আলিমুদ্দিন মিয়ার মেয়ে সালমার। তিনি আত্মীয়স্বজনদের কাছ থেকে তার বাবার জন্মের সময়ের ঘটনা সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে চলে যান টেস্টি ট্রিটের মিরপুর শাখায় এবং জানতে পারেন তার বাবার আসল জন্ম তারখি।

টেস্টি ট্রিটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, ‘টেস্টি ট্রিট বাংলাদেশের সবচেয়ে বড় বেকারি; দেশজুড়ে আমাদের ৩৬০টি আউটলেট আছে। মানুষের জন্মদিন উদযাপনের জন্য আমরা কেক বিক্রি করি এবং এটি সবসময়ই আমাদের জন্য আনন্দের একটি বিষয়। কিন্তু কারও জন্মদিনে উপহার হিসেবে তার আসল জন্ম তারিখ খুঁজে দেওয়াটার চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে?’

 

 

 

 

/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই: ইউরোপীয় ইউনিয়ন
চীন থেকে বিচ্ছিন্ন হওয়ার পরিকল্পনা নেই: ইউরোপীয় ইউনিয়ন
শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার
শ্রীলঙ্কান নাগরিককে অপহরণ করে মুক্তিপণ দাবি, ৩ জনকে উদ্ধার
অর্থনীতির প্রশ্নে ট্রাম্পে হতাশ মার্কিনিরা
অর্থনীতির প্রশ্নে ট্রাম্পে হতাশ মার্কিনিরা
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
ত্বকের যত্নে গোলাপজল ব্যবহার করলে যেসব উপকার পাবেন
সর্বাধিক পঠিত
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
জোর করে পদত্যাগ করানো প্রধান শিক্ষককে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেওয়া হলো
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
কাশ্মীর ইস্যুতে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার বার্তা
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
‘ছাত্ররা শিক্ষকদের মর্যাদা দেয়নি, দোষ থাকলে ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক’
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন
কালচে বগলের সমস্যা যেভাবে দূর করবেন