X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বাংলালিংকের দুই হাজার টাওয়ার সামিটকে হস্তান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ২২:৩৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২২:৩৩

বাংলালিংক দুই হাজার মোবাইল টাওয়ার সামিটকে হস্তান্তর করেছে। সম্প্রতি সামিট গ্রুপের মালিকানাধীন সামিট কমিউনিকেশনসের অধীন কোম্পানি সামিট টাওয়ার্স লিমিটেডের সঙ্গে বাংলালিংকের একটি চুক্তি সই হয়। এটি বাস্তবায়িত হলে সামিট টাওয়ার্স বাংলাদেশের সবচেয়ে বড় টাওয়ার অপারেটরগুলোর মধ্যে স্থান করে নেবে।

জানা যায়, বাংলাদেশ সরকার ও বিটিআরসি ২০১৮ সালে টাওয়ার শেয়ারিং নীতিমালা প্রণয়ন করে। এর লক্ষ্য ছিল টেলিকম খাতে অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা। এরই অংশ হিসেবে এই চুক্তিটি সই হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাংলালিংক-কে দীর্ঘমেয়াদী সেবা প্রদান করবে।

দেশের অন্যতম মোবাইল ও ডিজিটাল অপারেটর বাংলালিংক সামিট টাওয়ার্স লিমিটেডের সঙ্গে বুধবার (১৫ নম্বর) এই চুক্তি সই করেছে। এই চুক্তির আওতায় সামিট টাওয়ার্সকে বাংলালিংক-এর ২ হাজার টাওয়ারের মালিকানা হস্তান্তর করা হবে। 

বাংলালিংক এ দেশের সর্বপ্রথম অপারেটর, যারা এই গাইডলাইনটির সম্ভাবনা উপলব্ধি করে সামিটের সঙ্গে পার্টনারশিপ করেছে। সামিট টাওয়ার্স দীর্ঘ সময় ধরে এর অগ্রযাত্রায় ভূমিকা রাখবে বাংলালিংকের সহযোগী হিসেবে। সামিট টাওয়ার্সের চুক্তিটি বাংলালিংকের সত্বাধিকারী কোম্পানি ভিওন-এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে করা হয়েছে।

ভিওন-এর গ্রুপ সিইও কান তেরজিওগ্লু বলেন, ‘শুধুমাত্র বাংলালিংকের জন্য নয়, সমগ্র দেশে সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে চুক্তিটি গুরুত্বপূর্ণ। এর ফলে ডিজিটাল অপারেটর হিসেবে আমরা বাংলালিংকের মূল সেবাগুলোর ওপর মনোযোগ দিয়ে বিনোদন, শিক্ষা, স্বাস্থ্য ও আর্থিক খাতের বিভিন্ন গ্রাহক চাহিদা পূরণ করে যেতে পারবো।’

বাংলালিংকের সিইও এরিক অস বলেন, ‘সামিট টাওয়ার্সের সঙ্গে  এই চুক্তি আমাদেরকে ডিজিটাল সেবার ওপর আরও গুরুত্ব দিতে সাহায্য করবে। এছাড়া এটি দেশজুড়ে ডিজিটাল বৈষম্য দূর করা ও দেশের জনসাধারণকে উন্নত সেবা দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে ‘

সামিট কমিউনিকেশনস লিমিটেড ও সামিট টাওয়ার্স লিমিটেডের  চেয়ারম্যান মুহাম্মদ ফরিদ খান বলেন, ‘এই কৌশলগত চুক্তিটির মাধ্যমে বাংলালিংক ও সামিটের মধ্যে আরও বিস্তৃত সহযোগিতার সূচনা হলো। ভবিষ্যতে আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি, ভিওন-এর সহায়তায় এই যৌথ উদ্যোগ দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে যাবে।’

উল্লেখ্য, বাংলালিংক নেদারল্যান্ড-ভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা ন্যাসড্যাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত। প্রতিষ্ঠানটি বর্তমানে ৬টি দেশে সমন্বিত সংযোগ ও অনলাইন সার্ভিস প্রদান করছে। অপরদিকে দেশীয় প্রতিষ্ঠান সামিট টাওয়ার্স সামিট কমিউনিকেশনস গ্রুপ এর একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বর্তমান টাওয়ারের সংখ্যা সাড়ে চার হাজার।

/এইচএএইচ/এপিএইচ/
সম্পর্কিত
স্মার্টফোন ও কম্পিউটারকে নতুন শুল্ক থেকে অব্যাহতি দিয়েছেন ট্রাম্প
চুরি-ছিনতাই হওয়া ১০৬টি মোবাইল ফোন ফেরত পেলেন মালিকরা
রাঙামাটির নানিয়ারচরে মোবাইল নেটওয়ার্কসেবা ব্যাহত, গ্রাহকদের ভোগান্তি
সর্বশেষ খবর
কাশ্মীরের পহেলগামে ফিরছে পর্যটক, তবে রয়ে গেছে ভয় 
কাশ্মীরের পহেলগামে ফিরছে পর্যটক, তবে রয়ে গেছে ভয় 
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
বৈষম্যবিরোধী আন্দোলনের ২ কর্মীকে কোপানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে
এআই, কোয়ান্টাম প্রযুক্তি কূটনীতিকে কীভাবে বিবর্তিত করবে?
এআই, কোয়ান্টাম প্রযুক্তি কূটনীতিকে কীভাবে বিবর্তিত করবে?
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে সমঝোতা সই
মেরিটাইম ইন্ড্রাস্টিকে নিরাপদ করতে বিএসসিএল ও স্টারনুলার মধ্যে সমঝোতা সই
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!