রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেডের করপোরেট সেবা ব্যবহার করবে ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়। এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে একটি চুক্তি সই হয়েছে। রবিবার (২২ অক্টোবর) ছিল এ আয়োজন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টেলিটক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই চুক্তির পরিপ্রেক্ষিতে টেলিটক সাশ্রয়ী মূল্যে ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়কে ভয়েস ও ইন্টারনেট সেবাসহ বিভিন্ন ডিজিটাল করপোরেট সেবা দেবে।
ঢাকা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের পক্ষে জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম এবং টেলিটকের পক্ষে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. সাইফুর রহমান খান চুক্তিতে সই করেন। এছাড়াও চুক্তি সই অনুষ্ঠানে ছিলেন উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।