ই-কমার্স প্ল্যাটফর্ম, দারাজ বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে ওয়েভমেকার বাংলাদেশ। এই নতুন পার্টনারশিপের অধীনে দারাজের মিডিয়া স্ট্র্যাটেজি, প্ল্যানিং, বায়িং এবং টিভি, রেডিও ও প্রিন্ট মিডিয়াসহ লোকাল ডিজিটাল মিডিয়া বায়িং পরিচালনার জন্য কাজ করবে ওয়েভমেকার বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দারাজের চিফ মার্কেটিং অফিসার মো. তালাত রাহিম বলেন, ‘ওয়েভমেকারের সঙ্গে এ পার্টনারশিপের ফলে দারাজের মিডিয়া পদচারণা আরও সমৃদ্ধ হবে। একইসঙ্গে পুরো প্রক্রিয়া হবে আরও সাবলীল। এই পার্টনারশিপের ফলে আমাদের মিডিয়া মার্কেটিং আরও শক্তিশালী হবে। আমাদের স্টেকহোল্ডাররাও এর সরাসরি প্রভাব লক্ষ্য করতে পারবেন।’
ওয়েভমেকার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোরশেদ আলম বলেন, ‘দারাজের সঙ্গে এই পার্টনারশিপের ফলে আমরা আনন্দিত। আমরা মনে করি, এই পার্টনারশিপ আমাদের ব্যতিক্রমধর্মী এবং যুগান্তকারী দক্ষতার স্বীকৃতি হিসেবে কাজ করবে।’
চুক্তি সই অনুষ্ঠানে দারাজের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোসতাহিদাল হক ও প্রধান করপোরেট এফেয়ারস অফিসার এ এইচ এম হাসিনুল কুদ্দুসের সঙ্গে ছিলেন ওয়েভমেকার বাংলাদেশের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হাসান ফারুক।