কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজের ৬০০ নারী শিক্ষার্থীকে নিয়ে ব্রেস্ট ক্যানসার ও পিরিয়ডকালীন পরিচ্ছন্নতা সচেতনতায় দিনব্যাপী বিশেষ ওয়ার্কশপ করা হয়েছে। সম্প্রতি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্র্যান্ড ফ্রেশ টিস্যু ও ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন যৌথ উদ্যোগে এ আয়োজন করে। মঙ্গলবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনুষ্ঠানে নারী শিক্ষার্থীদের মাঝে ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। স্কুল-কলেজের শীর্ষ ১৫ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সার্টিফিকেট ও ফ্রেশের বিভিন্ন পণ্য। ভবিষ্যতেও ফ্রেশ টিস্যু এবং ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিনের পক্ষ থেকে ব্রেস্ট ক্যানসার ও পিরিয়ডকালীন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেঘনা গ্রুপের ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা, বিশেষ অতিথি সামিরা রহমান, কনকাপৈত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাফর ইকবাল, কলেজের প্রিন্সিপাল শাহনাজ আকতার লাভলী, মেঘনা গ্রুপের সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন এবং জিএম (সেলস) মো. ইয়াছিন মোল্লা।