X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

সেরা ব্র্যান্ডের পুরস্কার পেলো এআইইউবি-আইসিই

প্রেস রিলিজ
২৩ জুন ২০২১, ২২:০২আপডেট : ২৩ জুন ২০২১, ২২:১১

শিক্ষা, গবেষণা ও শিক্ষায় উন্নত প্রযুক্তির ব্যবহারের স্বীকৃতিস্বরূপ দেশের সেরা ব্র্যান্ডের পুরস্কার পেয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ইনস্টিটিটিউট অব কন্টিনিউইং এডুকেশন (আইসিই)।

বুধবার (২৩ জুন) প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নেলসন এবং ডেইলি স্টারের সহযোগিতায় বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) কর্তৃক আয়েজিত ‘১২তম সেরা ব্র্যান্ড পুরস্কার’ অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

করোনা মহামারির কারণে গত বছরের ৩০ ডিসেম্বর পুরস্কার প্রদানের এ মূল আয়োজনটি ভার্চুয়ালি সম্পন্ন হয়েছে। পরে গত সোমবার (২১ জুন) পুরস্কারটি হস্তান্তর করা হয়। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের (বিবিএফ) ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম এআইইউবি-র প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদিনের হাতে পুরস্কারটি তুলে দেন। এ সময় এআইইউবি-আইসিই’র ডিরেক্টর মো. মনিরুল ইসলাম, স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ডিরেক্টর মনজুর এইচ খান এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের চিফ অপারেটিং অফিসার সজিব মাহবুবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী বিভিন্ন ব্র্যান্ডের প্রায় সাড়ে সাত হাজার গ্রাহকদের মাঝে জরিপ এবং তা যাচাই-বাছাই করে এ পুরস্কার প্রদান করে থাকে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ)। ৩৫টি ভিন্ন ক্যাটাগরিতে এ পুরস্কার প্রদান করা হয়। তাছাড়া সর্বোচ্চ ব্র্যান্ডের জন্য থাকে বিশেষ স্বীকৃতি।

প্রতিষ্ঠানটির শিক্ষা, গবেষণা, গ্লোবাল টেক-জায়ান্ট মাইক্রোসফ্টের সাথে ডায়নামিকস একাডেমিক অ্যালায়েন্স এবং এসএপি বিশ্ববিদ্যালয়ের অধীনে গঠনমূলক সহযোগিতার বিষয়গুলোকে আমলে নিয়েই এবছর এ স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। তাতে আরও বলা হয়, বাংলাদেশে ২০০৮ সাল থেকে মাইক্রোসফট ৩৪৫-এর সাথে একসাথে বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা করে আসছে এআইইউবি-আইসিই। এটিই দেশের একমাত্র ফোরটিনিট নেটওয়ার্ক সিকিউরিটি এবং এডাব্লিউএস একাডেমি। যার বিভিন্ন একাডেমিক সার্টিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে ১৫ হাজার শিক্ষার্থী গ্র্যাজুয়েশন লাভ করেছে।

/ইউএস/
সম্পর্কিত
ইউআইইউ’র উদ্ভূত সমস্যার দ্রুত ও সুষ্ঠু সমাধানের আহ্বান এপিইউবি’র
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ বন্ধ ঘোষণা
সর্বশেষ খবর
বিদ্যুতায়িত গেট ছুঁয়ে প্রাণ গেলো হোটেল কর্মচারীর
বিদ্যুতায়িত গেট ছুঁয়ে প্রাণ গেলো হোটেল কর্মচারীর
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
সাভারে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
সাভারে তৃতীয় শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
‘১৫ মিনিটের ফাইনালে’ টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা
‘১৫ মিনিটের ফাইনালে’ টাইব্রেকারে আবাহনীকে হারিয়ে কিংসের শিরোপা
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়
আদালতে সাবেক আইনমন্ত্রীকে কিলঘুষি, বাধা না দিয়ে পুলিশের দৌড়