X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২৫, ২১:৪২আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ২১:৫৭

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেছেন, আগামী এক সপ্তাহের মধ্যে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করলে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের আন্দোলন গড়ে তোলা হবে। কারণ আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল নয়। এটি ভারতের প্রেসক্রিপশনে গড়া একটি সন্ত্রাসী সংগঠন।

সোমবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ৮টায় খিলগাঁও জোড়পুকুর মাঠে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ও বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপির খিলগাঁও, সবুজবাগ, মুগদা ও শাহজাহানপুর থানা শাখার যৌথ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে একটি মশাল মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা।

নিজামউদ্দিন বলেন, আওয়ামী লীগ পিলখানায় ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তাকে হত্যা করেছে। শাপলা চত্বরে গণহত্যা চালিয়েছে। সেখানে নিহতদের তালিকা করতে দেয়নি। এ নিয়ে সংবাদ পরিবেশন করায় মানবাধিকার সংগঠনের নেতাকে রিমান্ডে নিয়েছে। ২০২৪ সালে হেলিকপ্টার থেকে গুলি করে নিরীহ ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যা করেছে।

আ.লীগ নিষিদ্ধ না করলে দুই উপদেষ্টাকে অপসারণে আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বিএনপিসহ প্রতিটি রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করেছিল। আর এখন বিএনপি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিজেদের পক্ষে নিচ্ছে। আমরা মনে করি এটা শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার শামিল।

তিনি অভিযোগ করেন, এনসিপির নেতৃত্বকে বিতর্কিত করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। আওয়ামী লীগ একটি কালসাপ, ভারতের আরএসএসের বাংলাদেশ শাখা। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে আওয়ামী লীগ নিজেরা সিদ্ধান্ত নেবে, একটি গণমাধ্যমকে দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্য খুবই আপত্তিকর। কারণ গণহত্যাকারী এ দলটির বিষয়ে জনগণ ৫ আগস্টেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। অথচ সরকারের উপদেষ্টারা আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে নতজানু আচরণ করছেন। দেশের মানুষ তা মানবে না। আওয়ামী লীগ নিষিদ্ধে তারেক রহমানের পক্ষ থেকেও স্পষ্ট ঘোষণা আসতে হবে।

/এমকে/এমএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
চকবাজারে স্টোভের আগুনে দগ্ধ নারীর মৃত্যু
নকশাবহির্ভূত সব রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করলো ডিএসসিসি
রাজধানীতে বৃষ্টি, কমেছে তাপমাত্রা
সর্বশেষ খবর
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
সিলেটে ঘরের দরজা ভেঙে মামা-ভাগনের লাশ উদ্ধার
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
বৈভবের রেকর্ড গড়া ম্যাচে গুজরাটকে উড়িয়ে দিলো রাজস্থান
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু