জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. আবু হোরায়রা বলেছেন, ছাত্রদল নেতা জাহিদুল পারভেজ হত্যার চার আসামিকে ৭২ ঘণ্টার মধ্যে গ্রেফতার না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এই চার আসামি হলেন— বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বনানী থানার যুগ্ম আহ্বায়ক সোবাহান নিয়াজ তুষার, টিঅ্যান্ডটি ইউনিট ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাসিম হোসাইন, ফারিয়া হক টিনা, ফাতেমা তাহসিন ঐশি।
তিনি অভিযোগ করে ছাত্রলীগকে পুনর্বাসন করেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এই দুই শক্তি মিলে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজেদের কবজায় নিতে চায়। তাদের রাজনৈতিক উচ্চাভিলাস বাস্তবায়নে প্রধান বাধা মনে করছে ছাত্রদলকে। এ কারণে পরিকল্পিতভাবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী পারভেজকে হত্যা করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বনানীর কামাল আতাতুর্ক এভিনিউতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাইম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে কর্মসূচির আয়োজন করে ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। এতে আলাদা আলাদা ব্যানার নিয়ে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন পারভেজের বাবা মো. জসীম উদ্দিন ও ভাই হুমায়ূন কবির।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ফেরদৌস আহমেদ, সাকিব হাসান, শাহ নিয়াজ রাহাত, পারভেজ হোসেন, তারেকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন বাবলু, মো. আরাফাত হোসেন, মো. হাবিবুর রহমান হাবিব, জাহিদুল ইসলাম জাহিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক সেলিনা বিনতে তারিন রোদশী, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইরিশা, পিপলস ইউনিভার্সিটির ছাত্রী ফাতেমা আক্তার প্রমুখ।